ETV Bharat / sitara

প্রথবার নিজের হোমটাউনে শুটিং, থ্রিলড আয়ুষ্মান - আয়ুষ্মান খুরানার খবর

প্রথমবার নিজের হোমটাউন চণ্ডীগড়ে শুটিং করছেন আয়ুষ্মান খুরানা । 'চন্ডীগড় করে আশিকী' ছবির শুটিং করছেন সেখানে । থ্রিলড অভিনেতা ।

Ayushmann khurrana chandigarh
Ayushmann khurrana chandigarh
author img

By

Published : Oct 24, 2020, 3:33 PM IST

চণ্ডীগড় : নয় নয় করে অনেকগুলো ছবিই করেছেন আয়ুষ্মান খুরানা । হিট-ফ্লপ-সুপারহিট মিলিয়ে মিশিয়ে অনেক ছবি রয়েছে তাঁর ঝুলিতে । সারা দেশের অনেক জায়গাতে শুটিং করেছেন তিনি । তবে নিজের হোমটাউন চণ্ডীগড়ে একবারের জন্যেও শুটিং করা হয়নি । সুযোগ করে দিল 'চণ্ডীগড় করে আশিকী' ।

ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে যে, চণ্ডীগড়ে শুটিং করছেন আয়ুষ্মান । বিপরীতে রয়েছেন বাণী কাপুর ।

অভিনেতা বললেন, "পুরো বিষয়টা আমার জন্য খুব স্পেশাল হতে চলেছে । আমার অভিজ্ঞতার প্রতিটা মুহূর্ত উপভোগ করছি । এই চণ্ডীগড়ই সেই শহর, যে আমায় নিজের প্যাশনকে ফলো করার রাস্তা দেখিয়েছিল ।"

জীবনটা যেন একটা পূর্ণতা পেল আয়ুষ্মানের । যেখানে জন্ম, যেখানে বেড়ে ওঠা, সেখানেই শুটিং করলেন তিনি ।

বললেন, "এখানকার মানুষগুলো আমার পিছনে শক্ত পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে । ওঁরা আমায় যেভাবে অনুপ্রাণিত করছেন, আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই । চণ্ডীগড়ে শুটিং করে আমার জীবন যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল ।"

চণ্ডীগড় : নয় নয় করে অনেকগুলো ছবিই করেছেন আয়ুষ্মান খুরানা । হিট-ফ্লপ-সুপারহিট মিলিয়ে মিশিয়ে অনেক ছবি রয়েছে তাঁর ঝুলিতে । সারা দেশের অনেক জায়গাতে শুটিং করেছেন তিনি । তবে নিজের হোমটাউন চণ্ডীগড়ে একবারের জন্যেও শুটিং করা হয়নি । সুযোগ করে দিল 'চণ্ডীগড় করে আশিকী' ।

ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে যে, চণ্ডীগড়ে শুটিং করছেন আয়ুষ্মান । বিপরীতে রয়েছেন বাণী কাপুর ।

অভিনেতা বললেন, "পুরো বিষয়টা আমার জন্য খুব স্পেশাল হতে চলেছে । আমার অভিজ্ঞতার প্রতিটা মুহূর্ত উপভোগ করছি । এই চণ্ডীগড়ই সেই শহর, যে আমায় নিজের প্যাশনকে ফলো করার রাস্তা দেখিয়েছিল ।"

জীবনটা যেন একটা পূর্ণতা পেল আয়ুষ্মানের । যেখানে জন্ম, যেখানে বেড়ে ওঠা, সেখানেই শুটিং করলেন তিনি ।

বললেন, "এখানকার মানুষগুলো আমার পিছনে শক্ত পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে । ওঁরা আমায় যেভাবে অনুপ্রাণিত করছেন, আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই । চণ্ডীগড়ে শুটিং করে আমার জীবন যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.