ETV Bharat / sitara

মানসিকতা বদলাতে সক্ষম সিনেমা : আয়ুষ্মান - আয়ুষ্মান খুরানা

'শুভ মঙ্গল জ়াদা সাবধান' প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "এই ছবি আমার খুবই প্রিয় । আইনের চোখে সমকামিতা এখন আর অপরাধ নয় । তাও আমার বিশ্বাস সমাজের এই বিষয়টা মেনে নিতে এখনও অনকটা সময় লাগবে ।"

dfg
dfg
author img

By

Published : Apr 18, 2020, 12:52 PM IST

মুম্বই : একটা ভালো সিনেমা বা একটা আর্ট মানসিকতা বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে । সম্প্রতি নিজের শেষ ছবি 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবির বিষয়বস্তু নিয়ে একটি সাক্ষাৎকারে একথা বলেন আয়ুষ্মান খুরানা ।

'শুভ মঙ্গল জ়াদা সাবধান' প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "এই ছবি আমার খুবই প্রিয় । আইনের চোখে সমকামিতা এখন আর অপরাধ নয় । তাও আমার বিশ্বাস সমাজের এই বিষয়টা মেনে নিতে এখনও অনকটা সময় লাগবে ।"

তিনি আরও বলেন, "ভারতে সমকামিতা নিয়ে যে ছুঁতমার্গ রয়েছে তার কিছুটা অংশই তুলে ধরা হয়েছে 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিতে । গতানুগতিক গল্পের পরিবর্তে ছবির জন্য বেছে নেওয়া হয়েছে এই ধরনের গল্প । আমার মতে আর্ট ও সিনেমা মানসিকতা পরিবর্তন করার ক্ষমতা রাখে । আর এই ছবির মাধ্যমে আমরা দেশবাসীর কাছে সমকামিতা বিষয়টিকে নিয়ে এসেছি ।"

দু'জন পুরুষের একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার ছবি তুলে ধরা হয়েছে 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' সিনেমায় । এই চরিত্র দুটিতে অভিনয় করেন আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র কুমার । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল গজরাজ রাও ও নীনা গুপ্তাকে । ছবিটি পরিচালনা করেন হীতেশ কেওয়াল্য । বক্স অফিস থেকে ভালোই আয় করে ছবিটি । আর আজ অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেল এই ছবি ।

এই ধরনের একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়ে খুবই খুশি আয়ুষ্মান । বলেন, "এই ধরনের একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি । আর ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে খুব ভালোই হয়েছে । এবার বিশ্বের সবার কাছেই পৌঁছে যাবে সেটি ।"

ভারতীয় দণ্ডবিধির 377 ধারায় যেখানে সমকামিতাকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছিল 2018 সালে তা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট । ঐতিহাসিক রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সমকামিতা কোনও অপরাধ নয় । অর্থাৎ একজন ব্যক্তি কাকে ভালোবাসবেন বা কার সঙ্গে যৌনাচারে মিলিত হবেন সেটা সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত অধিকার । কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারবে না ।

মুম্বই : একটা ভালো সিনেমা বা একটা আর্ট মানসিকতা বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে । সম্প্রতি নিজের শেষ ছবি 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবির বিষয়বস্তু নিয়ে একটি সাক্ষাৎকারে একথা বলেন আয়ুষ্মান খুরানা ।

'শুভ মঙ্গল জ়াদা সাবধান' প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "এই ছবি আমার খুবই প্রিয় । আইনের চোখে সমকামিতা এখন আর অপরাধ নয় । তাও আমার বিশ্বাস সমাজের এই বিষয়টা মেনে নিতে এখনও অনকটা সময় লাগবে ।"

তিনি আরও বলেন, "ভারতে সমকামিতা নিয়ে যে ছুঁতমার্গ রয়েছে তার কিছুটা অংশই তুলে ধরা হয়েছে 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিতে । গতানুগতিক গল্পের পরিবর্তে ছবির জন্য বেছে নেওয়া হয়েছে এই ধরনের গল্প । আমার মতে আর্ট ও সিনেমা মানসিকতা পরিবর্তন করার ক্ষমতা রাখে । আর এই ছবির মাধ্যমে আমরা দেশবাসীর কাছে সমকামিতা বিষয়টিকে নিয়ে এসেছি ।"

দু'জন পুরুষের একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার ছবি তুলে ধরা হয়েছে 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' সিনেমায় । এই চরিত্র দুটিতে অভিনয় করেন আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র কুমার । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল গজরাজ রাও ও নীনা গুপ্তাকে । ছবিটি পরিচালনা করেন হীতেশ কেওয়াল্য । বক্স অফিস থেকে ভালোই আয় করে ছবিটি । আর আজ অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেল এই ছবি ।

এই ধরনের একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়ে খুবই খুশি আয়ুষ্মান । বলেন, "এই ধরনের একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি । আর ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে খুব ভালোই হয়েছে । এবার বিশ্বের সবার কাছেই পৌঁছে যাবে সেটি ।"

ভারতীয় দণ্ডবিধির 377 ধারায় যেখানে সমকামিতাকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছিল 2018 সালে তা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট । ঐতিহাসিক রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সমকামিতা কোনও অপরাধ নয় । অর্থাৎ একজন ব্যক্তি কাকে ভালোবাসবেন বা কার সঙ্গে যৌনাচারে মিলিত হবেন সেটা সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত অধিকার । কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.