ETV Bharat / sitara

প্রভাবশালীদের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা আয়ুষ্মান, প্রশংসায় দীপিকা - deepika padukone on ayushamnn khurrana

টাইম ম্যাগাজ়িনে বিশ্বের 100 জন প্রভাবশালীদের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা আয়ুষ্মান খুরানা । তাঁর সঙ্গে এই তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও ।

deepika padukone on ayushamnn khurrana
deepika padukone on ayushamnn khurrana
author img

By

Published : Sep 23, 2020, 12:26 PM IST

মুম্বই : আয়ুষ্মান খুরানার টুপিতে আরও এক সোনার পালক । টাইম ম্যাগাজ়িনে বিশ্বের 100 জন প্রভাবশালীদের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিলেন আয়ুষ্মান ।

অভিনেতা বললেন, "টাইম আমায় যে স্বীকৃতিটা দিল, আমি ধন্য । একজন অভিনেতা হিসেবে আমি সবসময় আমার ছবির মাধ্যমে এই সমাজে একটা ভালো পরিবর্তন আনতে চেয়েছি । আর এই স্বীকৃতি আমার জার্নি, আমার বিশ্বাসকে আরও একটু দৃঢ় করল ।"

ম্যাগাজ়িনের একটা অংশে দীপিকা পাড়ুকোন কিছু কথা লিখেছেন । আয়ুষ্মান খুরানাকে নিয়ে নিজের মত জানিয়েছেন অভিনেত্রী । দীপিকা লিখেছেন, "আমি আয়ুষ্মানকে সেই 'ভিকি ডোনর'-এর সময় থেকে চিনি । নিজের আইকনিক চরিত্রগুলো দিয়ে আয়ুষ্মান এই সমাজে যে প্রভাবটা ফেলেছে, তা নিয়ে লিখতেই হয় । যেখানে পুরুষ চরিত্রগুলো অদ্ভুত একটা স্টিরিওটাইপ হিরোয় পরিণত হয়, সেখানে আয়ুষ্মানের চরিত্রগুলো মনে রাখার মতো । ছকভাঙা সেই সব চরিত্রে অভিনয় করাটা একটা চ্যালেঞ্জ ।"

deepika padukone on ayushamnn khurrana
দীপিকা

আয়ুষ্মান মানেই বক্স অফিসের সঙ্গে সঙ্গে সমালোচকদেরও মন জয় করে নেওয়া । সে 'বরেলি কি বরফি' হোক বা 'বালা', 'আর্টিকল 15' হোক বা 'ড্রিম গার্ল'...প্রত্যেকবার নজর কেড়েছেন খুরানা ।

সোশাল মিডিয়য় টিম টাইমকে ধন্যবাদ জানিয়েছেন আয়ুষ্মান । দেখে নিন..

মুম্বই : আয়ুষ্মান খুরানার টুপিতে আরও এক সোনার পালক । টাইম ম্যাগাজ়িনে বিশ্বের 100 জন প্রভাবশালীদের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিলেন আয়ুষ্মান ।

অভিনেতা বললেন, "টাইম আমায় যে স্বীকৃতিটা দিল, আমি ধন্য । একজন অভিনেতা হিসেবে আমি সবসময় আমার ছবির মাধ্যমে এই সমাজে একটা ভালো পরিবর্তন আনতে চেয়েছি । আর এই স্বীকৃতি আমার জার্নি, আমার বিশ্বাসকে আরও একটু দৃঢ় করল ।"

ম্যাগাজ়িনের একটা অংশে দীপিকা পাড়ুকোন কিছু কথা লিখেছেন । আয়ুষ্মান খুরানাকে নিয়ে নিজের মত জানিয়েছেন অভিনেত্রী । দীপিকা লিখেছেন, "আমি আয়ুষ্মানকে সেই 'ভিকি ডোনর'-এর সময় থেকে চিনি । নিজের আইকনিক চরিত্রগুলো দিয়ে আয়ুষ্মান এই সমাজে যে প্রভাবটা ফেলেছে, তা নিয়ে লিখতেই হয় । যেখানে পুরুষ চরিত্রগুলো অদ্ভুত একটা স্টিরিওটাইপ হিরোয় পরিণত হয়, সেখানে আয়ুষ্মানের চরিত্রগুলো মনে রাখার মতো । ছকভাঙা সেই সব চরিত্রে অভিনয় করাটা একটা চ্যালেঞ্জ ।"

deepika padukone on ayushamnn khurrana
দীপিকা

আয়ুষ্মান মানেই বক্স অফিসের সঙ্গে সঙ্গে সমালোচকদেরও মন জয় করে নেওয়া । সে 'বরেলি কি বরফি' হোক বা 'বালা', 'আর্টিকল 15' হোক বা 'ড্রিম গার্ল'...প্রত্যেকবার নজর কেড়েছেন খুরানা ।

সোশাল মিডিয়য় টিম টাইমকে ধন্যবাদ জানিয়েছেন আয়ুষ্মান । দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.