ETV Bharat / sitara

ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি, প্রস্তুতি শুরু করে দিলেন আয়ুষ্মান - আয়ুষ্মান খুরানার খবর

ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি করতে চলেছেন আয়ুষ্মান খুরানা । পরিচালক অনুভব সিনহার আগামী ছবিতে থাকছেন খুরানা । শুটিংয়ের জন্য উত্তর-পূর্ব ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ।

Ayushmann Khurrana biggest film
Ayushmann Khurrana biggest film
author img

By

Published : Jan 23, 2021, 2:29 PM IST

মুম্বই : অনুভব সিনহার 'আর্টিকল 15' ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান । সেই ছবি সমালোচক ও দর্শক দুই দলকেই সন্তুষ্ট করেছিল । তাই এই জুটির পরবর্তী কাজ দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক । সুযোগ এল অবশেষে ।

অনুভবের আগামী স্পাই থ্রিলার ছবিতে অভিনয় করছেন আয়ুষ্মান । এখনও নাম ঠিক হয়নি এই থ্রিলার ছবির । তবে শুটিংয়ের জন্য ইতিমধ্যে উত্তর-পূর্ব ভারতে পাড়ি দিয়েছেন অভিনেতা ।

Ayushmann Khurrana biggest film
'আর্টিকল 15'-এর সেটে

আয়ুষ্মান বললেন, "আমি কোনওদিন বাজেট বা ব্যানারের ভিত্তিতে ছবি বাছিনি । এগুলোকে আমি ভালো ছবির একমাত্র উপাদান বলে মনে করিনি । আমি শুধুমাত্র কনটেন্টের বিচারে ছবি নির্বাচন করেছি ।"

তবে আয়ুষ্মানের আগের ছবিগুলোর থেকে অনেকটাই বেশি বাজেট আর স্কেলে তৈরি হচ্ছে অনুভবের থ্রিলার । তাই সেদিক থেকে এটাই অভিনেতার সবচেয়ে বড় প্রজেক্ট । অপেক্ষায় অনুরাগীরা ।

মুম্বই : অনুভব সিনহার 'আর্টিকল 15' ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান । সেই ছবি সমালোচক ও দর্শক দুই দলকেই সন্তুষ্ট করেছিল । তাই এই জুটির পরবর্তী কাজ দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক । সুযোগ এল অবশেষে ।

অনুভবের আগামী স্পাই থ্রিলার ছবিতে অভিনয় করছেন আয়ুষ্মান । এখনও নাম ঠিক হয়নি এই থ্রিলার ছবির । তবে শুটিংয়ের জন্য ইতিমধ্যে উত্তর-পূর্ব ভারতে পাড়ি দিয়েছেন অভিনেতা ।

Ayushmann Khurrana biggest film
'আর্টিকল 15'-এর সেটে

আয়ুষ্মান বললেন, "আমি কোনওদিন বাজেট বা ব্যানারের ভিত্তিতে ছবি বাছিনি । এগুলোকে আমি ভালো ছবির একমাত্র উপাদান বলে মনে করিনি । আমি শুধুমাত্র কনটেন্টের বিচারে ছবি নির্বাচন করেছি ।"

তবে আয়ুষ্মানের আগের ছবিগুলোর থেকে অনেকটাই বেশি বাজেট আর স্কেলে তৈরি হচ্ছে অনুভবের থ্রিলার । তাই সেদিক থেকে এটাই অভিনেতার সবচেয়ে বড় প্রজেক্ট । অপেক্ষায় অনুরাগীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.