মুম্বই : আয়ুষ্মান খুরানা এখন নিজের হোমটাউন চণ্ডীগড়ে 'চণ্ডীগড় করে আশিকী'-র শুটিং করছেন । স্ত্রী তাহিরার থেকে অনেকদিন দূরে আছেন তিনি । তাই মিস করছেন ওয়ার্ম হিউম্যান তাহিরাকে ।
নিজের ইনস্টাস্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন আয়ুষ্মান । একটা ছিমছাম সাজানো ঘরের মেঝেতে বসে তাহিরা । ছবিটার মধ্যেই একটা উষ্ণতা রয়েছে । আর ছবির মহিলাটিও খুব উষ্ণ অভিনেতার কাছে ।
ক্যাপশনে আয়ুষ্মান লিখেছেন, "এই ওয়ার্ম হিউম্য়ানকে মিস করছি ।" দেখে নিন...
অভিষেক কাপুর পরিচালিত 'চণ্ডীগড় করে আশিকী'-র জন্য শারীরিক কসরত করতে হচ্ছে আয়ুষ্মানকে । একজন স্পোর্টসম্যানের মতো চেহারা তৈরি করতে দিনরাত জিমে কাটাচ্ছেন তিনি ।
এত বছরের ক্য়ারিয়ারে কখনও এমন শরীরের গড়ন দেখা যায়নি আয়ুষ্মানের । রোগা-পাতলা অভিনেতা বেশ শক্তপোক্ত শরীর গড়ে তুলেছেন শুধু এই ছবিটির জন্য ।