মুম্বই : সম্প্রতি আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবি 'ড্রিম গার্ল'-র মজাদার ট্রেলার মুক্তি পেয়েছে । ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আয়ুষ্মান স্ক্রিনে কোনও চরিত্রের জন্য মহিলাদের নিজেদের তৈরি করা নিয়ে কথা বলেন ।
'ড্রিম গার্ল'-এ আয়ুষ্মান একটি ছোটো শহরে থাকা ছেলের চরিত্রে অভিনয় করছেন । যে বিভিন্ন মহিলাদের আওয়াজ করতে পারে । ট্রেলারে অভিনেতাকে শাড়ি পরে সীতার অভিনয় করতেও দেখা যায় ।
মেয়েদের মতো শাড়ি পড়া নিয়ে কথা বলতে গিয়ে আয়ুষ্মান বলেন, "এতে কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় । আমি মনে করি, মহিলারা পুরুষের থেকে অনেক ভালো । ড্রেস আপ করতে যে কষ্ট হয়, আমার নিজের তৈরি হতে ঘণ্টা লেগে যেত । শাড়ি পরে হাঁটাচলা করাটাও সহজ নয় ।"
মহিলাদের আওয়াজ করার সময় কিসের প্রতি বেশি নজর দিতেন অভিনেতা ? তিনি উত্তরে বলেন, "মহিলারা অনেক বেশি দয়ালু হয় । অনেক বেশি অ্যাটাচ্ড । কিন্তু যখন সবকিছুর কথা আসে তখন মহিলা ও পুরুষ সমান ।"
তিনি আরও বলেন, "অনেক লোক আছে, যারা প্রশ্ন করেন যে মহিলা প্রযোজক বা পরিচালকের সঙ্গে কাজ করে কেমন লাগল । কিন্তু আমার সবাইকে সমান লাগে । কিন্তু আমার মনে হয়, কিছুটা সাধারনীকরণ আছে । যেমন, তাঁরা অনেক বেশি শান্ত ও দয়ালু । এই গুণগুলি আমি অভিনয় করার সময় নিজের মধ্যে আনার চেষ্টা করেছিলাম ।"
'ড্রিম গার্ল' একটি কমেডি-ড্রামা । ছবিটির প্রযোজনা করছেন একতা কাপুর । রাজ শান্ডিল্যর পরিচালনায় 'ড্রিম গার্ল' 13 সেপ্টেম্বর মুক্তি পাবে ।