ETV Bharat / sitara

দেশবাসীর কাছে 100 টাকা অনুদানের আবেদন আশার - আশা ভোঁসলের খবর

PM কেয়ার্স ফান্ডে 100 টাকা করে দানের জন্য দেশের মানুষকে আবেদন জানালেন আশা ভোঁসলে । ANI-কে দেওয়া সাক্ষাৎকারে গায়িকা জানালেন এই পরিস্থিতি নিয়ে তাঁর দুশ্চিন্তার কথা ।

asha bhosle urges people for donation
asha bhosle urges people for donation
author img

By

Published : Apr 6, 2020, 9:47 PM IST

মুম্বই : "আমরা কি 100 টাকার মূল্য জানি ?" প্রশ্ন তুললেন আশা ভোঁসলে । দেশের 130 কোটি মানুষ যদি একশো টাকা করে দিতে পারে, তাহলেই রাষ্ট্রের তহবিলে এসে জমবে 13 হাজার কোটি টাকা...ভাবিয়ে তুললেন আশা ।

ANI-কে আশা বললেন, "এই 130 কোটির দেশে যদি প্রত্যেকে 100 টাকা করে দেয়, তাহলেই 13 হাজার কোটি টাকার তহবিল তৈরি হয়ে যাবে । তাই আমি সবাইকে 100 টাকা দিতে অনুরোধ জানাচ্ছি, এই টাকাটাই কারও জীবন বাঁচাতে পারে ।"

এরপর আশা গেয়ে ওঠেন একটি দেশাত্মবোধক গান, 'আও বাচ্চো, তুমহে দিখায়েঁ ঝাঁকি হিন্দুস্তান কি'..1654 সালের 'জাগৃতী' ছবির এই গানে সুর দিয়েছিলেন হেমন্ত কুমার, গেয়েছিলেন প্রদীপ নামে জনৈক গায়ক ।

asha bhosle urges people for donation
স্বর্ণযুগে

আশা মনে করিয়ে দিলেন, "আমাদের দেশ সংগ্রামীদের দেশ, যাঁরা দেশের জন্য় প্রাণ দিয়েছেন ।" সেই দেশের মানুষ 100 টাকা দিতে পারবে না এই সময়ে ? প্রশ্ন তুললেন গায়িকা ।

মুম্বই : "আমরা কি 100 টাকার মূল্য জানি ?" প্রশ্ন তুললেন আশা ভোঁসলে । দেশের 130 কোটি মানুষ যদি একশো টাকা করে দিতে পারে, তাহলেই রাষ্ট্রের তহবিলে এসে জমবে 13 হাজার কোটি টাকা...ভাবিয়ে তুললেন আশা ।

ANI-কে আশা বললেন, "এই 130 কোটির দেশে যদি প্রত্যেকে 100 টাকা করে দেয়, তাহলেই 13 হাজার কোটি টাকার তহবিল তৈরি হয়ে যাবে । তাই আমি সবাইকে 100 টাকা দিতে অনুরোধ জানাচ্ছি, এই টাকাটাই কারও জীবন বাঁচাতে পারে ।"

এরপর আশা গেয়ে ওঠেন একটি দেশাত্মবোধক গান, 'আও বাচ্চো, তুমহে দিখায়েঁ ঝাঁকি হিন্দুস্তান কি'..1654 সালের 'জাগৃতী' ছবির এই গানে সুর দিয়েছিলেন হেমন্ত কুমার, গেয়েছিলেন প্রদীপ নামে জনৈক গায়ক ।

asha bhosle urges people for donation
স্বর্ণযুগে

আশা মনে করিয়ে দিলেন, "আমাদের দেশ সংগ্রামীদের দেশ, যাঁরা দেশের জন্য় প্রাণ দিয়েছেন ।" সেই দেশের মানুষ 100 টাকা দিতে পারবে না এই সময়ে ? প্রশ্ন তুললেন গায়িকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.