মুম্বই , 28 সেপ্টেম্বর : সুশান্তের মৃত্যু মামলায় মাদক যোগের তদন্তে নেমে কয়েকদিন আগেই শ্রদ্ধা কাপুরকে ডেকে পাঠিয়েছিল NCB ৷ জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয় ৷ এরই মাঝে এবার সুশান্ত সিং রাজপুতের উপর তৈরি ছবিতে NCB অফিসারের ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধার বাবা তথা অভিনেতা শক্তি কাপুরকে ৷
দিলীপ গুলাটির পরিচালনায় ও রাহুল শর্মার প্রযোজনায় সুশান্ত সিং রাজপুতের জীবন অবলম্বনে তৈরি "ন্যায়, দা জাস্টিস" সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন জ়ুবের খান ৷ তাঁর চরিত্রের নাম মহেন্দ্র সিং ৷ রিয়া চক্রবর্তীর ভূমিকায় দেখা যাবে শ্রেয়া শুক্লাকে ৷ তাঁর চরিত্রের নাম উর্বশী ৷
জ়ুবের বলেন, সিনেমার শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ বিভিন্ন চরিত্রের কাস্টিংও প্রায় শেষ ৷ আমন বর্মা ED অফিসারের ভূমিকায়, শক্তি কাপুর স্যার NCB অফিসার ও সুধা চন্দ্রনজিকে CBI অফিসারের ভূমিকায় দেখা যাবে ৷ এছাড়া অঙ্কিতা লোখান্ডে , কৃতি স্যানন , সুশান্তের পরিবার, তাঁর দিদি , বন্ধু , রাঁধুনি , প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান প্রত্যেকের চরিত্রের কাস্টিং প্রায় শেষ ৷
তিনি আরও বলেন, মাদক সংক্রান্ত ইশুতে দর্শকরা সংবাদমাধ্যমের মাধ্যমে যা কিছু জানতে পেরেছে তার সামান্য দিক এখানে তুলে ধরা হয়েছে ৷
সিনেমায় চারটি গান রয়েছে ৷ অক্টোবরের মাঝামাঝি সময়ে শুটিং শেষ হবে বলে আশা করা হচ্ছে ৷ ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পেতে পারে ৷