মুম্বই : বড় পরদায় অনেকদিন দেখা নেই অর্জুন রামপালের । 2018 সালে 'পল্টন' ছবিতে শেষ কাজ । তবে এই লকডাউনের পর 'নেল পলিশ' ফিল্মের শুটিং শুরু করেছেন তিনি । এই পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করা কতটা চ্যালেঞ্জিং ? জানালেন অর্জুন ।
"ভীষণ চ্যালেঞ্জিং । প্রোডাকশন হাউজ় নিজেদের সেরাটা দিচ্ছে, আমারা অভিনেতারা সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছি, OTT প্ল্যাটফর্ম জ়ি ফাইভও একটা বিশাল রিস্ক নিচ্ছে । এর মধ্যে মানব কল আর আনন্দ তিওয়ারির কোরোনা হয়ে গেল । তিন সপ্তাহের জন্য কাজ আটকে গেল ।"
তবে এই চ্যালেঞ্জের মধ্যে কাজ করে বেশ আনন্দ পাচ্ছেন অর্জুন । বললেন, "এই সবকিছুর সঙ্গে লড়াই করে কাজটা শেষ করার অনুভূতিই আলাদা ।" থ্রিলার জঁরের 'নেল পলিশ' সমাজের দুই শ্রেণীর মানুষের দ্বন্দ্ব ও একটি খুনের ঘটনার মধ্যে আবর্তিত ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এনসিবি অফিসে সাত ঘণ্টা ধরে জেরা করা হয়েছে অর্জুন রামপালকে । শোনা যাচ্ছে এনসিবি অফিসারকে যে প্রেসক্রিপশন জমা দিয়েছিলেন তিনি, সেখানে বেশ কয়েকটি নিষিদ্ধ ওষুধের উল্লেখ ছিল । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই প্রেসক্রিপশনটি নাকি অনেক পুরোনো ছিল ।
এই সব নিয়ে আজ জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতাকে । তবে এর থেকে বেশি কিছু জানা যায়নি আপাতত । এদিকে আজ ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও জিজ্ঞাসাবাদ করে এনসিবি ।