মুম্বই : আপকামিং ছবি 'ধকড়'-এ অ্যাকশন অবতারে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে । আর এবার এই ছবির সঙ্গে যুক্ত হলেন অর্জুন রামপাল । সম্প্রতি ছবির টিমের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন কঙ্গনা । সেখানেই গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়েডসকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন অর্জুন । এছাড়াও এই ছবির টিমের সঙ্গে যুক্ত হয়েছেন জাপানি সিনেমাটোগ্রাফার টেটসুয়ো নাগাতা ।
2019-এর শেষের দিকে মুক্তি পেয়েছিল 'ধকড়'-এর টিজ়ার । সেখানে সম্পূর্ণ অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল কঙ্গনাকে । এছাড়া ছবির পোস্টারে হাতে ব্লেজ়িং গান নিয়ে নজর কেড়েছিলেন । এর আগে কখনও এই ধরনের চরিত্রে অভিনয় করেননি তিনি ।
-
Kangana Ranaut... New poster of #Dhaakad... Directed by Razneesh ‘Razy’ Ghai... Produced by Sohel Maklai... Co-produced by Qyuki Digital Media... Filming to commence early next year... #Diwali 2020 release. pic.twitter.com/6aMFPyWHCA
— taran adarsh (@taran_adarsh) July 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kangana Ranaut... New poster of #Dhaakad... Directed by Razneesh ‘Razy’ Ghai... Produced by Sohel Maklai... Co-produced by Qyuki Digital Media... Filming to commence early next year... #Diwali 2020 release. pic.twitter.com/6aMFPyWHCA
— taran adarsh (@taran_adarsh) July 9, 2019Kangana Ranaut... New poster of #Dhaakad... Directed by Razneesh ‘Razy’ Ghai... Produced by Sohel Maklai... Co-produced by Qyuki Digital Media... Filming to commence early next year... #Diwali 2020 release. pic.twitter.com/6aMFPyWHCA
— taran adarsh (@taran_adarsh) July 9, 2019
ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুনকে । সম্প্রতি নতুন বছর উপলক্ষ্যে মুম্বইয়ের বাড়িতে এই ছবির কলাকুশলীদের জন্য একটি ছোটো পার্টির আয়োজন করেছিলেন কঙ্গনা । সেখানেই উপস্থিত হয়েছিলেন অর্জুন । রজ়নীশ ঘাই পরিচালিত এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত বলে জানিয়েছেন তিনি । বলেন, "এই ছবি নিয়ে আমি খুবই আনন্দিত । অসাধারণ একটা স্ক্রিপ্ট । ছবির জন্য ট্রেনিং শুরু করেছি । কোনও ছবির জন্য অনুশীলন করাটা খুবই প্রয়োজনীয় ।"
-
For #Dhaakad we have legendary french director of photography Tetsuo Nagata , his academy award winning work like La Vie en Rose has been an inspiration for whole world. Along with highly acclaimed international action crew @RazyGhai hoping to make world class spy triller 🙏 pic.twitter.com/zSA0wBSMck
— Kangana Ranaut (@KanganaTeam) January 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">For #Dhaakad we have legendary french director of photography Tetsuo Nagata , his academy award winning work like La Vie en Rose has been an inspiration for whole world. Along with highly acclaimed international action crew @RazyGhai hoping to make world class spy triller 🙏 pic.twitter.com/zSA0wBSMck
— Kangana Ranaut (@KanganaTeam) January 4, 2021For #Dhaakad we have legendary french director of photography Tetsuo Nagata , his academy award winning work like La Vie en Rose has been an inspiration for whole world. Along with highly acclaimed international action crew @RazyGhai hoping to make world class spy triller 🙏 pic.twitter.com/zSA0wBSMck
— Kangana Ranaut (@KanganaTeam) January 4, 2021
'ধকড়'-এর গল্প লিখেছেন চিন্তন গান্ধি ও রিনিশ রবীন্দ্র । যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে সোহেল মাকলাই প্রযোজনা সংস্থা, আসলাম ফিল্মস ও উকি ডিজিটাল মিডিয়া । এই ছবি প্রসঙ্গে কঙ্গনা বলেছিলেন, "মণিকর্ণিকার সাফল্যের পর সারা বিশ্বজুড়ে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে । 'লার্জার দ্যান লাইফ' ধারার ছবিগুলির মুখ্যচরিত্রের জন্য নায়িকাদেরই মূলত পছন্দ করছেন দর্শকরা । 'ধকড়' আমার অভিনয় জীবনের শুধু বেঞ্চমার্ক ছবিই নয়, ভারতীয় সিনেমার একটি টার্নিং পয়েন্টও ।"