মুম্বই : লকডাউনের জেরে নিজের বাড়ি ফিরতে পারেননি একাধিক তারকা । কেউ কাজের জন্য কোথাও গিয়ে আটকে পড়েছেন । আবার কেউ আটকে পড়েছেন শুধুমাত্র ঘুরতে গিয়ে । আর সেই তালিকায় রয়েছেন অর্জুন রামপালও ।
কিছুদিন আগে শুটিংয়ের জন্য গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ও ছেলে আরিককে নিয়ে কারজাটে গিয়েছিলেন অর্জুন । এদিকে তার মাঝেই দেশজুড়ে লকডাউন জারি হয় । তাই আর সেখান থেকে বাড়ি ফিরতে পারেননি । আপাতত সেখানে অর্জুনের যে বাড়ি রয়েছে তাতেই রয়েছেন তাঁরা ।
এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অর্জুন বলেন, "লকডাউন জারির আগে থেকেই আমরা কারজাটে রয়েছি । লকডাউনের মধ্যেও আমরা বাড়ি চলে যেতে পারতাম । কিন্তু, সেখানে যাওয়ার থেকে এখানে থেকে যাওয়াই সঠিক বলে মনে করেছিলাম । ছেলের নিরাপত্তার কথা মাথায় রেখেই এখানে থেকে গিয়েছি । আমার এখানে একটা বাড়ি রয়েছে । তাই এখানে থাকতে কোনও সমস্যা হচ্ছে না । মুম্বই থেকে এই জায়গা খুব একটা দূরে নয় । তাই যদি কোনও সমস্যা হয় তাহলে আমরা তখন চলে যেতেই পারি ।"
কারজাটে এখনও থাবা বসায়নি কোরোনা । তাই সেখানে পরিবারের সঙ্গে নিরাপদে রয়েছেন বলেই জানিয়েছেন অর্জুন । বলেন, "প্রকৃতির কোলে এখানে আমরা ভালোই আছি । ভাবছি এখানে চাষবাস শুরু করব । তাছাড়া এখানে এখনও কোরোনা থাবা বসাতে পারেনি । তাই আমরা নিরাপদেই রয়েছি ।"
তবে এই পরিস্থিতির মধ্যেও নিজের দুই মেয়ে মাহিকা ও মায়রার খোঁজ নিচ্ছেন অর্জুন । প্রাক্তন স্ত্রী মেহরের সঙ্গে মুম্বইতে রয়েছে তারা । অনলাইনে তাদের সঙ্গে মাঝে মধ্যেই চ্যাট করছেন বলে জানিয়েছেন অর্জুন ।