ETV Bharat / sitara

আজ জন্মদিন এই বলিউড স্টারের, চিনতে পারছেন? - বলিউড স্টার

এখন তিনি বলিউডের অন্যতম পরিচিত মুখ। বলিউডের 'ইশকজ়াদে' তিনি। আজ তিনি ৩৪ বছরে পা দিলেন। চিনতে পারছেন?

অর্জুন কাপুর
author img

By

Published : Jun 26, 2019, 2:33 PM IST

মুম্বই : অর্জুন কাপুরের ৩৪ তম জন্মদিন আজ। উপরের এই গুবলু বাচ্চাটা অর্জুন। তাঁর বোন সোনম কাপুরের শেয়ার করা ছবিটিতে ফুটে উঠল অর্জুনের একটুকরো শৈশব। সঙ্গে রয়েছেন সোনমও।

কাপুর পরিবারের প্রত্যেকটি সদস্যদের মধ্য়ে একটা বন্ডিং রয়েছে ভীষণভাবে। যে কোনও অনুষ্ঠানে শত ব্যস্ততার মধ্যেও তাঁদের একে অপরের পাশাপাশি দেখতে পাওয়া যায়। অর্জুন আপাতত দেশের বাইরে। তাই সোশাল মিডিয়ার মাধ্যমেই অভিনেতাকে শুভেচ্ছা জানালেন অনিল কাপুর-সোনম কাপুর ও অংশুলা কাপুর।

অনিল কাপুরের শুভেচ্ছার মধ্যে রয়েছে কিছু নির্মল মুহূর্তের কোলাজ। অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ অনিল। তিনি লিখেছেন, "তুমি আমাদের প্রতিদিন আনন্দ দিয়ে চলেছ।"

  • Happy Birthday, Chachu!!! @arjunk26
    You make us so happy everyday! Always giving your 100% to everything! You're all heart! I hope you keep rising higher & overcome every obstacle and reach the success you deserve! Love you! pic.twitter.com/p7HONprcfV

    — Anil Kapoor (@AnilKapoor) June 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোনম কাপুর আবার তাঁদের সেকাল-একাল তুলে ধরেছেন নিজের পোস্টে। তিনি লিখেছেন, "তুমি আমার জীবন আনন্দে আর নতুনত্বে ভরিয়ে দিয়েছ। শুধু আমারই নয়, তোমার চারপাশে যাঁরা থাকেন প্রত্যেকের জীবনই তুমি এমনভাবে প্রভাবিত করেছ যেটা আর কেউ পারত না।"

অংশুলা কাপুরও অর্জুনের একটা মিষ্টি ছবি শেয়ার করে লিখেছেন, "তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে থাকবে। তুমি আমার সেই বাড়ি যেটা কোনওদিনও পাল্টাবে না।"

অর্জুন আপাতত দেশের বাইরে মালাইকা আরোরার সঙ্গে। তবে নাম জানা যায়নি তাঁদের হলিডে ডেস্টিনেশনের।

মুম্বই : অর্জুন কাপুরের ৩৪ তম জন্মদিন আজ। উপরের এই গুবলু বাচ্চাটা অর্জুন। তাঁর বোন সোনম কাপুরের শেয়ার করা ছবিটিতে ফুটে উঠল অর্জুনের একটুকরো শৈশব। সঙ্গে রয়েছেন সোনমও।

কাপুর পরিবারের প্রত্যেকটি সদস্যদের মধ্য়ে একটা বন্ডিং রয়েছে ভীষণভাবে। যে কোনও অনুষ্ঠানে শত ব্যস্ততার মধ্যেও তাঁদের একে অপরের পাশাপাশি দেখতে পাওয়া যায়। অর্জুন আপাতত দেশের বাইরে। তাই সোশাল মিডিয়ার মাধ্যমেই অভিনেতাকে শুভেচ্ছা জানালেন অনিল কাপুর-সোনম কাপুর ও অংশুলা কাপুর।

অনিল কাপুরের শুভেচ্ছার মধ্যে রয়েছে কিছু নির্মল মুহূর্তের কোলাজ। অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ অনিল। তিনি লিখেছেন, "তুমি আমাদের প্রতিদিন আনন্দ দিয়ে চলেছ।"

  • Happy Birthday, Chachu!!! @arjunk26
    You make us so happy everyday! Always giving your 100% to everything! You're all heart! I hope you keep rising higher & overcome every obstacle and reach the success you deserve! Love you! pic.twitter.com/p7HONprcfV

    — Anil Kapoor (@AnilKapoor) June 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোনম কাপুর আবার তাঁদের সেকাল-একাল তুলে ধরেছেন নিজের পোস্টে। তিনি লিখেছেন, "তুমি আমার জীবন আনন্দে আর নতুনত্বে ভরিয়ে দিয়েছ। শুধু আমারই নয়, তোমার চারপাশে যাঁরা থাকেন প্রত্যেকের জীবনই তুমি এমনভাবে প্রভাবিত করেছ যেটা আর কেউ পারত না।"

অংশুলা কাপুরও অর্জুনের একটা মিষ্টি ছবি শেয়ার করে লিখেছেন, "তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে থাকবে। তুমি আমার সেই বাড়ি যেটা কোনওদিনও পাল্টাবে না।"

অর্জুন আপাতত দেশের বাইরে মালাইকা আরোরার সঙ্গে। তবে নাম জানা যায়নি তাঁদের হলিডে ডেস্টিনেশনের।

Intro:Body:

আজ জন্মদিন এই বলিউড স্টারের, চিনতে পারছেন?



এখন তিনি বলিউডের অন্যতম পরিচিত মুখ। বলিউডের 'ইশকজ়াদে' তিনি। চিনতে পারছেন?



মুম্বই : অর্জুন কাপুরের ৩৪ তম জন্মদিন আজ। উপরের এই গুবলু বাচ্চাটা অর্জুন। তাঁর বোন সোনম কাপুরের শেয়ার করা ছবিটিতে ফুটে উঠল অর্জুনের একটুকরো শৈশব। সঙ্গে রয়েছেন সোনমও।



কাপুর পরিবারের প্রত্যেকটি সদস্যদের মধ্য়ে একটা বন্ডিং রয়েছে ভীষণভাবে। যে কোনও অনুষ্ঠানে শত ব্যস্ততার মধ্যেও একে অপরকে পাশাপাশি দেখতে পাওয়া যায়। অর্জুন আপাতত দেশের বাইরে। তাই সোশাল মিডিয়ার মাধ্যমেই অভিনেতাকে শুভেচ্ছা জানালেন অনিল কাপুর-সোনম কাপুর ও অংশুলা কাপুর।



অনিল কাপুরের শুভেচ্ছার মধ্যে রয়েছে কিছু নির্মল মুহূর্তের কোলাজ। অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ অনিল। তিনি লিখেছেন, "তুমি আমাদের প্রতিদিন আনন্দ দিয়ে চলেছ।"



সোনম কাপুর আবার তাঁদের সেকাল-একাল তুলে ধরেছেন নিজের পোস্টে। তিনি লিখেছেন, "তুমি আমার জীবন আনন্দে আর নতুনত্বে ভরিয়ে দিয়েছ। শুধু আমারই নয়, তোমার চারপাশে যাঁরা থাকেন প্রত্যেকের জীবনই তুমি এমনভাবে প্রভাবিত করেছ যেটা আর কেউ পারত না।"



অংশুলা কাপুরও অর্জুনের একটা মিষ্টি ছবি শেয়ার করে লিখেছেন, "তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে থাকবে। তুমি আমার সেই বাড়ি যেটা কোনওদিনও পাল্টাবে না।"










Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.