ETV Bharat / sitara

এই দিওয়ালিতে মন খারাপ অর্জুনের - অর্জুন কাপুরের খবর

এই দিওয়ালিতে মন খারাপ অর্জুন কাপুরের । শুটিংয়ের কাজে মুম্বইয়ের বাইরে তিনি । তাই দিওয়ালিতে বোন অনশুলার থেকে দূরে থাকতে হবে তাঁকে । ভালো লাগছে না তাঁর ।

arjun kapoor miss sister anshula kapoor
arjun kapoor miss sister anshula kapoor
author img

By

Published : Nov 9, 2020, 12:59 PM IST

মুম্বই : 'ভূত পুলিশ'-এর শুটিংয়ে ধর্মশালায় রয়েছেন অর্জুন কাপুর । এমনিতেই এই বছরের দিওয়ালিটা অন্যরকম । কোরোনার কারণে সবকিছুই ম্লান এই বছর । তার উপর বোন অনশুলাও পাশে থাকবেন না...মন খারাপ অর্জুনের ।

"দিওয়ালিটা পরিবার আর বন্ধুদের সঙ্গে কাটাই । বিশেষ করে অনশুলার সঙ্গে সেলিব্রেট করি । বাড়িতে একটা পুজো হয় । এই বছর অনশুলাকে একাই সব করতে হবে । আমি জ়ুম কলের মাধ্যমে যোগাযোগ করব ।", বললেন অর্জুন ।

arjun kapoor miss sister anshula kapoor
বোনের সঙ্গে অর্জুন

তবে কাজ করতে পেরেও ভালো লাগছে অর্জুনের । "এতদিন পর কাজ করতে এসেও ভালো লাগছে আমার । আশা করি আমার পেশার গুরুত্বটা বুঝতে পারবে বন্ধু-পরিজনেরা ।", আশাবাদী অভিনেতা ।

'ভূত পুলিশ'-এর শুটিংয়ে অর্জুনের সঙ্গে সইফ আলি খান, ইয়ামি গৌতম ও জ্যাকলিন ফার্নান্ডেজ়ও রয়েছেন । অভিনয়ের পাশাপাশি ধর্মশালার দারুণ আবহাওয়ায় চুটিয়ে মজা করছেন সবাই ।

মুম্বই : 'ভূত পুলিশ'-এর শুটিংয়ে ধর্মশালায় রয়েছেন অর্জুন কাপুর । এমনিতেই এই বছরের দিওয়ালিটা অন্যরকম । কোরোনার কারণে সবকিছুই ম্লান এই বছর । তার উপর বোন অনশুলাও পাশে থাকবেন না...মন খারাপ অর্জুনের ।

"দিওয়ালিটা পরিবার আর বন্ধুদের সঙ্গে কাটাই । বিশেষ করে অনশুলার সঙ্গে সেলিব্রেট করি । বাড়িতে একটা পুজো হয় । এই বছর অনশুলাকে একাই সব করতে হবে । আমি জ়ুম কলের মাধ্যমে যোগাযোগ করব ।", বললেন অর্জুন ।

arjun kapoor miss sister anshula kapoor
বোনের সঙ্গে অর্জুন

তবে কাজ করতে পেরেও ভালো লাগছে অর্জুনের । "এতদিন পর কাজ করতে এসেও ভালো লাগছে আমার । আশা করি আমার পেশার গুরুত্বটা বুঝতে পারবে বন্ধু-পরিজনেরা ।", আশাবাদী অভিনেতা ।

'ভূত পুলিশ'-এর শুটিংয়ে অর্জুনের সঙ্গে সইফ আলি খান, ইয়ামি গৌতম ও জ্যাকলিন ফার্নান্ডেজ়ও রয়েছেন । অভিনয়ের পাশাপাশি ধর্মশালার দারুণ আবহাওয়ায় চুটিয়ে মজা করছেন সবাই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.