ETV Bharat / sitara

300 দিনমজুরের পরিবারকে একমাস খাবার জোগাবে অর্জুনের ভার্চুয়াল ডেট - feed 300 families of daily wage earners

এই ভার্চুয়াল ডেটের মাধ্যমে যা অর্থ সংগ্রহ হয়েছে তা দিয়ে 300 দিনমজুরের পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করা যাবে । তা নিশ্চিত করেছেন অর্জুন নিজেও । তিনি বলেছেন, "পাঁচজনের সঙ্গে আমার 30 মিনিটের ভার্চুয়াল ডেট থেকে একাধিক পরিবারকে খাবার দিয়ে সাহায্য করার মতো অর্থ উঠেছে ।"

sdf
sdf
author img

By

Published : Apr 16, 2020, 2:09 PM IST

মুম্বই : লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন দিনমজুররা । কারণ রোজগার বন্ধ হয়ে গেছে তাঁদের । কখনও একবেলা আবার কখনও না খেয়ে দিন কাটছে । আর তাঁদের পাশে দাঁড়াতে ভার্চুয়াল ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেন অর্জুন কাপুর । লাকি পাঁচজনের সঙ্গে কথাও বলেন ।

ইনস্টাগ্রামে ভার্চুয়াল ডেটের ভিডিয়োও শেয়ার করেছেন তিনি । লিখেছেন, "সহৃদয়দের সঙ্গে ভার্চুয়াল ডেটে । আপনাদের সঙ্গে কথা ভালো লাগছে ।"

এর মাধ্যমে যা অর্থ সংগ্রহ হয়েছে তা দিয়ে 300 দিনমজুরের পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করা যাবে । তা নিশ্চিত করেছেন অভিনেতা নিজেও । তিনি বলেছেন, "পাঁচজনের সঙ্গে আমার 30 মিনিটের ভার্চুয়াল ডেট থেকে একাধিক পরিবারকে খাবার দিয়ে সাহায্য করার মতো অর্থ উঠেছে ।"

তিনি আরও বলেন, "চ্যাটের মাধ্যমে অর্থ সংগ্রহের পাশাপাশি "গিভ ইন্ডিয়া" আমি অতিরিক্ত সাহায্যও করেছি যাতে তারা দিনমজুরদের সাহায্য করতে পারে ।"

কিছুদিন আগে এই ভার্চুয়াল ডেটের কথা জানিয়েছিলেন অর্জুন । ইনস্টাগ্রামে এই সংক্রান্ত একটি পোস্ট করে তিনি বলেন, "আমাদের দেশের এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের রোজগার এখন বন্ধ । লকডাউনের মধ্যে বাইরে গিয়ে কাজও করতে পারছেন না । ফলে সংসার চালাতে পারছেন না তাঁরা । এই অবস্থায় ফ্যানকাইন্ড, গিভইন্ডিয়া এবং আমি সেই সব মানুষের পাশে দাঁড়াতে চাই । এই পরিস্থিতির মধ্যে এগিয়ে আসুন আপনারাও । নিজেদের সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন ।"

কীভাবে সাহায্য করতে হবে ?

অর্জুন লেখেন, "ফ্যানকাইন্ডের পেজে গিয়ে অনুদান দিন । সেখানে আপনারা 100 টাকাও দিতে পারেন । আপনাদের সাধ্য অনুসারে দিতে পারেন অনুদান । আর সেটাই তুলে দেওয়া হবে ওই সব অসহায় মানুষদের হাতে ।"

যাঁরা অনুদান দেবেন তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নেওয়া হবে । তাঁরা ভার্চুয়ালি ডেট করতে পারবেন অর্জুন কাপুরকে । আর এবার সেই ভার্চুয়াল ডেটের মাধ্যমে যা অর্থ সংগ্রহ হয়েছে তা দিয়ে 300 দিনমজুরের পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করা যাবে ।

মুম্বই : লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন দিনমজুররা । কারণ রোজগার বন্ধ হয়ে গেছে তাঁদের । কখনও একবেলা আবার কখনও না খেয়ে দিন কাটছে । আর তাঁদের পাশে দাঁড়াতে ভার্চুয়াল ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেন অর্জুন কাপুর । লাকি পাঁচজনের সঙ্গে কথাও বলেন ।

ইনস্টাগ্রামে ভার্চুয়াল ডেটের ভিডিয়োও শেয়ার করেছেন তিনি । লিখেছেন, "সহৃদয়দের সঙ্গে ভার্চুয়াল ডেটে । আপনাদের সঙ্গে কথা ভালো লাগছে ।"

এর মাধ্যমে যা অর্থ সংগ্রহ হয়েছে তা দিয়ে 300 দিনমজুরের পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করা যাবে । তা নিশ্চিত করেছেন অভিনেতা নিজেও । তিনি বলেছেন, "পাঁচজনের সঙ্গে আমার 30 মিনিটের ভার্চুয়াল ডেট থেকে একাধিক পরিবারকে খাবার দিয়ে সাহায্য করার মতো অর্থ উঠেছে ।"

তিনি আরও বলেন, "চ্যাটের মাধ্যমে অর্থ সংগ্রহের পাশাপাশি "গিভ ইন্ডিয়া" আমি অতিরিক্ত সাহায্যও করেছি যাতে তারা দিনমজুরদের সাহায্য করতে পারে ।"

কিছুদিন আগে এই ভার্চুয়াল ডেটের কথা জানিয়েছিলেন অর্জুন । ইনস্টাগ্রামে এই সংক্রান্ত একটি পোস্ট করে তিনি বলেন, "আমাদের দেশের এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের রোজগার এখন বন্ধ । লকডাউনের মধ্যে বাইরে গিয়ে কাজও করতে পারছেন না । ফলে সংসার চালাতে পারছেন না তাঁরা । এই অবস্থায় ফ্যানকাইন্ড, গিভইন্ডিয়া এবং আমি সেই সব মানুষের পাশে দাঁড়াতে চাই । এই পরিস্থিতির মধ্যে এগিয়ে আসুন আপনারাও । নিজেদের সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন ।"

কীভাবে সাহায্য করতে হবে ?

অর্জুন লেখেন, "ফ্যানকাইন্ডের পেজে গিয়ে অনুদান দিন । সেখানে আপনারা 100 টাকাও দিতে পারেন । আপনাদের সাধ্য অনুসারে দিতে পারেন অনুদান । আর সেটাই তুলে দেওয়া হবে ওই সব অসহায় মানুষদের হাতে ।"

যাঁরা অনুদান দেবেন তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নেওয়া হবে । তাঁরা ভার্চুয়ালি ডেট করতে পারবেন অর্জুন কাপুরকে । আর এবার সেই ভার্চুয়াল ডেটের মাধ্যমে যা অর্থ সংগ্রহ হয়েছে তা দিয়ে 300 দিনমজুরের পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.