ETV Bharat / sitara

জন্মদিনে ক্য়াটরিনাকে ট্রোল করলেন অর্জুন? - অর্জুন কাপুর

আজ ক্যাটরিনা কাইফের ৩৬ তম জন্মদিন। স্বাভাবিকভাবেই বলিউড ব্যক্তিত্বদের শুভেচ্ছাবার্তায় ভাসছে ক্যাটরিনার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। তবে সমস্ত শুভেচ্ছার মধ্যে অর্জুন কাপুরের কমেন্ট ছিল নজরকাড়া।

ক্যাটরিনা কাইফ
author img

By

Published : Jul 16, 2019, 5:24 PM IST

মুম্বই : জন্মদিনে নিজের একটা ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। সাদা সুইমসুটে ক্যাটরিনাকে খুবই আকর্ষণীয় লাগছে। অভিনেত্রীর সেই ছবি দেখে অর্জুন কাপুরের মন্তব্য, "তুমি তাহলে ওখানে ফোটোশুট করতেই গেছ।"

অর্জুন আরও লেখেন, "আচ্ছা আজ তোমার জন্মদিন, তাই আমি ভালো কথা বলার চেষ্টা করব। একটা দারুণ জন্মদিন কাটাও।"

ক্যাটরিনা কাইফ
অর্জুনের সেই মন্তব্য...

যদিও এটুকুতেই থেমে থাকেননি অর্জুন। তিনি লিখেছেন, "তোমার মধ্যে একটা বোকা বোকা পাগলামি আছে এবং তোমার এই ননসেন্স ব্যাপারটার জন্যই আমি তোমায় ভালোবাসি।"

অর্জুন ছাড়াও করণ জোহর, জ়োয়া আখতার, শ্বেতা বচ্চন, মনীষ মালহোত্র-র মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনাকে।

মুম্বই : জন্মদিনে নিজের একটা ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। সাদা সুইমসুটে ক্যাটরিনাকে খুবই আকর্ষণীয় লাগছে। অভিনেত্রীর সেই ছবি দেখে অর্জুন কাপুরের মন্তব্য, "তুমি তাহলে ওখানে ফোটোশুট করতেই গেছ।"

অর্জুন আরও লেখেন, "আচ্ছা আজ তোমার জন্মদিন, তাই আমি ভালো কথা বলার চেষ্টা করব। একটা দারুণ জন্মদিন কাটাও।"

ক্যাটরিনা কাইফ
অর্জুনের সেই মন্তব্য...

যদিও এটুকুতেই থেমে থাকেননি অর্জুন। তিনি লিখেছেন, "তোমার মধ্যে একটা বোকা বোকা পাগলামি আছে এবং তোমার এই ননসেন্স ব্যাপারটার জন্যই আমি তোমায় ভালোবাসি।"

অর্জুন ছাড়াও করণ জোহর, জ়োয়া আখতার, শ্বেতা বচ্চন, মনীষ মালহোত্র-র মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনাকে।

Intro:Body:

জন্মদিনে ক্য়াটরিনাকে ট্রোল করলেন অর্জুন?



আজ ক্যাটরিনা কাইফের ৩৬ তম জন্মদিন। স্বাভাবিকভাবেই বলিউড ব্যক্তিত্বদের শুভেচ্ছাবার্তায় ভাসছে ক্যাটরিনার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। তবে সমস্ত শুভেচ্ছার মধ্যে অর্জুন কাপুরের কমেন্ট ছিল নজরকাড়া।



মুম্বই : জন্মদিনে নিজের একটা ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। সাদা সুইমসুটে ক্যাটরিনাকে খুবই আকর্ষণীয় লাগছে। অভিনেত্রীর সেই ছবি দেখে অর্জুন কাপুরের মন্তব্য, "তুমি তাহলে ওখানে ফোটোশুট করতেই গেছ।"



অর্জুন আরও লেখেন, "আচ্ছা আজ তোমার জন্মদিন, তাই আমি ভালো কথা বলার চেষ্টা করব। একটা দারুণ জন্মদিন কাটাও।"



যদিও এটুকুতেই থেমে থাকেননি অর্জুন। তিনি লিখেছেন, "তোমার আত্মাটা একটু পাগল ধরনের এবং তোমার এই ননসেন্স ব্যাপারটার জন্যই আমি তোমায় ভালোবাসি।"



অর্জুন ছাড়াও করণ জোহর, জ়োয়া আখতার, শ্বেতা বচ্চন, মনীষ মালহোত্র-র মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনাকে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.