ETV Bharat / sitara

দিন মজুরদের সাহায্য করলেই অর্জুনের সঙ্গে ভার্চুয়াল ডেটে যাওয়ার সুযোগ - virtual date to raise funds

ইনস্টাগ্রামে সম্প্রতি একটি পোস্ট করে অর্জুন বলেন, "আমাদের দেশের এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের রোজগার এখন বন্ধ । লকডাউনের মধ্যে বাইরে গিয়ে কাজও করতে পারছেন না । ফলে সংসার চালাতে পারছেন না তাঁরা । এই অবস্থায় ফ্যানকাইন্ড, গিভইন্ডিয়া এবং আমি সেই সব মানুষের পাশে দাঁড়াতে চাই । এই পরিস্থিতির মধ্যে এগিয়ে আসুন আপনারাও । নিজেদের সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন ।"

sdf
df
author img

By

Published : Apr 8, 2020, 3:39 PM IST

Updated : Apr 8, 2020, 3:45 PM IST

মুম্বই : লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন একাধিক দেশবাসী । কোরোনা সংক্রমণ আটকাতে সবাইকে ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে । কিন্তু, বাইরে বেরিয়ে রিকশা না চালালে যে খেতে পাবেন না ! এই একই অবস্থার সম্মুখীন হয়েছেন কুলি, চা বিক্রেতা, ধোপা সহ দেশের একাধিক পেশার সঙ্গে যুক্ত মানুষরা । প্রতিদিন কাজ না করলে যাঁদের সংসার চলে না , এবার তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অর্জুন কাপুর ।

গোটা দেশে এমন 60 হাজার মানুষকে চিহ্নিত করেছেন গিভ ইন্ডিয়া নামে একটি সংস্থা । আর তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন অর্জুন কাপুর । এই উদ্যোগে সাহায্য করতে এগিয়ে এসেছেন অর্জুনের বোন অংশুলার অনলাইন প্ল্যাটফর্ম ফ্যানকাইন্ডও ।

ইনস্টাগ্রামে এই সংক্রান্ত একটি পোস্ট করে অর্জুন বলেন, "আমাদের দেশের এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের রোজগার এখন বন্ধ । লকডাউনের মধ্যে বাইরে গিয়ে কাজও করতে পারছেন না । ফলে সংসার চালাতে পারছেন না তাঁরা । এই অবস্থায় ফ্যানকাইন্ড, গিভইন্ডিয়া এবং আমি সেই সব মানুষের পাশে দাঁড়াতে চাই । এই পরিস্থিতির মধ্যে এগিয়ে আসুন আপনারাও । নিজেদের সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন ।"

কীভাবে সাহায্য করতে হবে ?

অর্জুন লেখেন, "ফ্যানকাইন্ডের পেজে গিয়ে অনুদান দিন । সেখানে আপনারা 100 টাকাও দিতে পারেন । আপনাদের সাধ্য অনুসারে দিতে পারেন অনুদান । আর সেটাই তুলে দেওয়া হবে ওই সব অসহায় মানুষদের হাতে ।"

তবে এখানেই বিষয়টি শেষ নয় । যাঁরা অনুদান দেবেন তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নেওয়া হবে । তাঁরা অর্জুন কাপুরকে ডেট করতে পারবেন । তবে ভার্চুয়ালি । নিজের বাড়ির মধ্যে বসে যে কোনও জায়গা থেকেই ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলতে পারবেন অর্জুন কাপুরের সঙ্গে । এমনকী, ভার্চুয়ালি ডিনার করতে পারবেন তাঁর সঙ্গে ।

এদিকে কিছুদিন আগে কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন অর্জুন ।

মুম্বই : লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন একাধিক দেশবাসী । কোরোনা সংক্রমণ আটকাতে সবাইকে ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে । কিন্তু, বাইরে বেরিয়ে রিকশা না চালালে যে খেতে পাবেন না ! এই একই অবস্থার সম্মুখীন হয়েছেন কুলি, চা বিক্রেতা, ধোপা সহ দেশের একাধিক পেশার সঙ্গে যুক্ত মানুষরা । প্রতিদিন কাজ না করলে যাঁদের সংসার চলে না , এবার তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অর্জুন কাপুর ।

গোটা দেশে এমন 60 হাজার মানুষকে চিহ্নিত করেছেন গিভ ইন্ডিয়া নামে একটি সংস্থা । আর তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন অর্জুন কাপুর । এই উদ্যোগে সাহায্য করতে এগিয়ে এসেছেন অর্জুনের বোন অংশুলার অনলাইন প্ল্যাটফর্ম ফ্যানকাইন্ডও ।

ইনস্টাগ্রামে এই সংক্রান্ত একটি পোস্ট করে অর্জুন বলেন, "আমাদের দেশের এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের রোজগার এখন বন্ধ । লকডাউনের মধ্যে বাইরে গিয়ে কাজও করতে পারছেন না । ফলে সংসার চালাতে পারছেন না তাঁরা । এই অবস্থায় ফ্যানকাইন্ড, গিভইন্ডিয়া এবং আমি সেই সব মানুষের পাশে দাঁড়াতে চাই । এই পরিস্থিতির মধ্যে এগিয়ে আসুন আপনারাও । নিজেদের সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন ।"

কীভাবে সাহায্য করতে হবে ?

অর্জুন লেখেন, "ফ্যানকাইন্ডের পেজে গিয়ে অনুদান দিন । সেখানে আপনারা 100 টাকাও দিতে পারেন । আপনাদের সাধ্য অনুসারে দিতে পারেন অনুদান । আর সেটাই তুলে দেওয়া হবে ওই সব অসহায় মানুষদের হাতে ।"

তবে এখানেই বিষয়টি শেষ নয় । যাঁরা অনুদান দেবেন তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নেওয়া হবে । তাঁরা অর্জুন কাপুরকে ডেট করতে পারবেন । তবে ভার্চুয়ালি । নিজের বাড়ির মধ্যে বসে যে কোনও জায়গা থেকেই ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলতে পারবেন অর্জুন কাপুরের সঙ্গে । এমনকী, ভার্চুয়ালি ডিনার করতে পারবেন তাঁর সঙ্গে ।

এদিকে কিছুদিন আগে কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন অর্জুন ।

Last Updated : Apr 8, 2020, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.