ETV Bharat / sitara

ইন্ডাস্ট্রির মধ্যেই সতীন রয়েছে দীপিকার, গোপন করেছিলেন রণবীর - রণবীর সিংয়ের খবর

ইন্ডাস্ট্রির মধ্যেই সতীন রয়েছে দীপিকা পাড়ুকোনের। এতদিন গোপন রেখেছিলেন রণবীর সিং?

Arjun Kapoor on Deepika Padukone
Arjun Kapoor on Deepika Padukone
author img

By

Published : Nov 29, 2019, 7:56 PM IST

মুম্বই : 'গুণ্ডে' ছবির পর থেকেই রণবীর সিং ও অর্জুন কাপুরের বন্ধুত্ব অটুট। এতটাই গভীর সেই বন্ধুত্ব যে, মাঝেমাঝে নিজেকে দীপিকার সতীন মনে করেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন অর্জুন।

অর্জুন বলেন যে, দীপিকার সঙ্গে বিয়ের পরও তাঁদের সম্পর্কে একটু দূরত্ব তৈরি হয়নি। "ও এখনও আমার ডাবিং চলাকালীন ঢুকে পড়ে, আমার কোনও কাজ দেখে লম্বা ভয়েজ় মেসেজ পাঠায়, গালে চুমু খায়। আমাদের সম্পর্ক একরকম রয়ে গেছে। আমি তো দীপিকাকে বলি যে আমি ওঁর সতীন.." হাসেন অর্জুন।

Arjun Kapoor on Deepika Padukone
দুয়ে মিলে...

অর্জুনের আসন্ন ছবি 'পানিপথ'-এ তিনি এক মারাঠী যোদ্ধা সদাশিব রাও ভাউয়ের ভূমিকায় অভিনয় করেছেন। কিছুদিন আগে 'বাজিরাও মস্তানি' ছবিতে রণবীরও মারাঠী পেশোয়া বাজিরাওয়ের ভূমিকায় অভিনয় করেছেন। দু'জনের অভিনয় নিয়ে ইতিমধ্যেই তুমুল তুলনা শুরু হয়ে গেছে। যদিও 'পানিপথ' মুক্তি পায়নি এখনও, তবুও রণবীরের তুলনায় হাস্যকর অর্জুন, মত নেটিজেনদের।

Arjun Kapoor on Deepika Padukone
ফেস-অফ

এই প্রসঙ্গে অর্জুন বললেন, "আমি রণবীরের কাজের বিশাল বড় ভক্ত। কিন্তু, এই ছবিতে অভিনয় করার জন্য আমি রণবীরের সঙ্গে আলোচনা করিনি..কারণ বাজিরাও আর সদাশিব দু'জনে দুটো আলাদা যুগের মানুষ।"

আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবি মুক্তি পাবে 6 ডিসেম্বর।

মুম্বই : 'গুণ্ডে' ছবির পর থেকেই রণবীর সিং ও অর্জুন কাপুরের বন্ধুত্ব অটুট। এতটাই গভীর সেই বন্ধুত্ব যে, মাঝেমাঝে নিজেকে দীপিকার সতীন মনে করেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন অর্জুন।

অর্জুন বলেন যে, দীপিকার সঙ্গে বিয়ের পরও তাঁদের সম্পর্কে একটু দূরত্ব তৈরি হয়নি। "ও এখনও আমার ডাবিং চলাকালীন ঢুকে পড়ে, আমার কোনও কাজ দেখে লম্বা ভয়েজ় মেসেজ পাঠায়, গালে চুমু খায়। আমাদের সম্পর্ক একরকম রয়ে গেছে। আমি তো দীপিকাকে বলি যে আমি ওঁর সতীন.." হাসেন অর্জুন।

Arjun Kapoor on Deepika Padukone
দুয়ে মিলে...

অর্জুনের আসন্ন ছবি 'পানিপথ'-এ তিনি এক মারাঠী যোদ্ধা সদাশিব রাও ভাউয়ের ভূমিকায় অভিনয় করেছেন। কিছুদিন আগে 'বাজিরাও মস্তানি' ছবিতে রণবীরও মারাঠী পেশোয়া বাজিরাওয়ের ভূমিকায় অভিনয় করেছেন। দু'জনের অভিনয় নিয়ে ইতিমধ্যেই তুমুল তুলনা শুরু হয়ে গেছে। যদিও 'পানিপথ' মুক্তি পায়নি এখনও, তবুও রণবীরের তুলনায় হাস্যকর অর্জুন, মত নেটিজেনদের।

Arjun Kapoor on Deepika Padukone
ফেস-অফ

এই প্রসঙ্গে অর্জুন বললেন, "আমি রণবীরের কাজের বিশাল বড় ভক্ত। কিন্তু, এই ছবিতে অভিনয় করার জন্য আমি রণবীরের সঙ্গে আলোচনা করিনি..কারণ বাজিরাও আর সদাশিব দু'জনে দুটো আলাদা যুগের মানুষ।"

আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবি মুক্তি পাবে 6 ডিসেম্বর।

Intro:Body:

ইন্ডাস্ট্রির মধ্যেই সতীন রয়েছে দীপিকার, গোপন করেছিলেন রণবীর

ইন্ডাস্ট্রির মধ্যেই সতীন রয়েছে দীপিকা পাড়ুকোনের। এতদিন গোপন রেখেছিলেন রণবীর সিং?

মুম্বই : 'গুণ্ডে' ছবির পর থেকেই রণবীর সিং ও অর্জুন কাপুরের বন্ধুত্ব অটুট। এতটাই গভীর সেই বন্ধুত্ব যে, মাঝেমাঝে নিজেকে দীপিকার সতীন মনে করেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন অর্জুন।

অর্জুন বলেন যে, দীপিকার সঙ্গে বিয়ের পরও তাঁদের সম্পর্কে একটু দূরত্ব তৈরি হয়নি। "ও এখনও আমার ডাবিং চলাকালীন ঢুকে পড়ে, আমার কোনও কাজ দেখে লম্বা ভয়েজ় মেসেজ পাঠায়, গালে চুমু খায়। আমাদের সম্পর্ক একরকম রয়ে গেছে। আমি তো দীপিকাকে বলি যে আমি ওঁর সতীন.." হাসেন অর্জুন।

অর্জুনের আসন্ন ছবি 'পানিপথ'-এ তিনি এক মারাঠী যোদ্ধা সদাশিব রাও ভাউয়ের ভূমিকায় অভিনয় করেছেন। কিছুদিন আগে 'বাজিরাও মস্তানি' ছবিতে রণবীরও মারাঠী পেশোয়া বাজিরাওয়ের ভূমিকায় অভিনয় করেছেন। দু'জনের অভিনয় নিয়ে ইতিমধ্যেই তুমুল তুলনা শুরু হয়ে গেছে। যদিও 'পানিপথ' মুক্তি পায়নি এখনও, তবুও রণবীরের তুলনায় হাস্যকর অর্জুন, মত নেটিজেনদের।

এই প্রসঙ্গে অর্জুন বললেন, "আমি রণবীরের কাজের বিশাল বড় ভক্ত। কিন্তু, এই ছবিতে অভিনয় করার জন্য আমি রণবীরের সঙ্গে আলোচনা করিনি..কারণ বাজিরাও আর সদাশিব দু'জনে দুটো আলাদা যুগের মানুষ।"

আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবি মুক্তি পাবে 6 ডিসেম্বর।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.