ETV Bharat / sitara

মালাইকার কোন ব্যাপারটা সবচেয়ে পছন্দ ? অর্জুন বললেন.. - অর্জুন কাপুরের খবর

মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক জানতে বাকি নেই কারও । তবে তাঁরা কোনওদিন নিজমুখে স্বীকার করেননি বিষয়টা ।

arjun kapoor and malaika arora latest news
arjun kapoor and malaika arora latest news
author img

By

Published : Apr 17, 2020, 5:34 PM IST

মুম্বই : অর্জুন কাপুর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না । তবে কেউ প্রশ্ন করলে উত্তর দিতেও পিছপা হন না । সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন অর্জুন । সেখানে মালাইকা সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা ।

বিয়ে কবে করছেন ? এক ফ্যানের এই প্রশ্নে অর্জুন উত্তর দেন, "কোনও প্ল্যান নেই । এখন ভাবছিও না । তবে আমি সবসময়েই বলি, কিছু ঠিক হলে লুকোবো না ।"

arjun kapoor and malaika arora latest news
দুটিতে..

এরপর এক ফ্যান প্রশ্ন করেন যে, মালাইকার কোন ব্য়াপারটা সবচেয়ে পছন্দ অর্জুনের । কোনও অস্বস্তি ছাড়াই বিশদে উত্তর দেন অভিনেতা । বলেন, "কাউকে ভালোবাসলে তাঁর ব্যাপারে শুধুমাত্র একটা ভালোলাগা বলাটা খুব মুশকিল । আমার মনে হয় ও আমায় খুব ভালো বুঝতে পারে আর আমায় খুব ধৈর্য্য ধরে হ্যান্ডল করতে পারে । আমি খুব একটা সহজ সরল মানুষ তো নই ।"

বলে চলেন অর্জুন, "ও খুব পরিণত, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় । আমার চেয়ে মালাইকা বয়সে বড়, তাই অনেক বেশি শান্ত, স্থির । কারণ আমি মাঝে মাঝে খুব ইমোশনাল হয়ে পড়ি, অধৈর্য্য হয়ে পড়ি । সেই সময় ওঁর পাশে থাকাটা প্রয়োজনীয়।"

arjun kapoor and malaika arora latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

শুধু মালাইকা নয়, এই লকডাউন, লকডাউন উত্তর ইন্ডাস্ট্রি এই সব নিয়েও জমিয়ে আড্ডা দেন অর্জুন ।

মুম্বই : অর্জুন কাপুর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না । তবে কেউ প্রশ্ন করলে উত্তর দিতেও পিছপা হন না । সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন অর্জুন । সেখানে মালাইকা সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা ।

বিয়ে কবে করছেন ? এক ফ্যানের এই প্রশ্নে অর্জুন উত্তর দেন, "কোনও প্ল্যান নেই । এখন ভাবছিও না । তবে আমি সবসময়েই বলি, কিছু ঠিক হলে লুকোবো না ।"

arjun kapoor and malaika arora latest news
দুটিতে..

এরপর এক ফ্যান প্রশ্ন করেন যে, মালাইকার কোন ব্য়াপারটা সবচেয়ে পছন্দ অর্জুনের । কোনও অস্বস্তি ছাড়াই বিশদে উত্তর দেন অভিনেতা । বলেন, "কাউকে ভালোবাসলে তাঁর ব্যাপারে শুধুমাত্র একটা ভালোলাগা বলাটা খুব মুশকিল । আমার মনে হয় ও আমায় খুব ভালো বুঝতে পারে আর আমায় খুব ধৈর্য্য ধরে হ্যান্ডল করতে পারে । আমি খুব একটা সহজ সরল মানুষ তো নই ।"

বলে চলেন অর্জুন, "ও খুব পরিণত, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় । আমার চেয়ে মালাইকা বয়সে বড়, তাই অনেক বেশি শান্ত, স্থির । কারণ আমি মাঝে মাঝে খুব ইমোশনাল হয়ে পড়ি, অধৈর্য্য হয়ে পড়ি । সেই সময় ওঁর পাশে থাকাটা প্রয়োজনীয়।"

arjun kapoor and malaika arora latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

শুধু মালাইকা নয়, এই লকডাউন, লকডাউন উত্তর ইন্ডাস্ট্রি এই সব নিয়েও জমিয়ে আড্ডা দেন অর্জুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.