ETV Bharat / sitara

প্রতি মাসে হাজার শিশুর পেট ভরাচ্ছেন অর্জুন

author img

By

Published : Nov 23, 2020, 7:06 PM IST

অর্জুন কাপুরের নতুন ফুড ভেঞ্চারের মাধ্যমে প্রতি মাসে হাজার শিশুর পেট ভরছে, অপুষ্টির থাবায় হারিয়ে যাচ্ছে না তাদের শৈশব । এমন এক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আপ্লুত অভিনেতা ।

Arjun kapoor social work
Arjun kapoor social work

মুম্বই : অভিনয়ের ফাঁকে ফাঁকে সমাজসেবাও করে থাকেন অর্জুন কাপুর । তাঁর একাধিক উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হন । অর্জুনের সাম্প্রতিক ফুড ভেঞ্চার 'ফুড ক্লাউড'-এর মাধ্যমে প্রতি মাসে হাজার শিশুর পেট ভরছে ।

অর্জুন ANI-কে জানালেন, "এই প্যান্ডেমিক আমাদের সমাজ, বিশেষ করে বাচ্চাদের এক চরম অসুবিধার মুখে ঠেলে দিয়েছে । পরিবারের আয় কমেছে, ফলে বাচ্চাদের অপুষ্টির পরিমাণ অনেক বেড়েছে ।"

যেখানেই অপুষ্টি, সেখানেই নিজের রাস্তা খুঁজে নিয়েছে 'ফুড ক্লাউড' । যতজন শিশুকে সম্ভব, খাবার তুলে দিয়েছে এই ভেঞ্চার ।

"আমাদের চেষ্টা থাকে বাচ্চাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া । ওদের অপুষ্টি মেনে নেওয়া যায় না । একই দেশের বাসিন্দা হয়ে এই সাহায্যটুকু করা আমাদের কর্তব্য ।", মনে করেন অর্জুন ।

প্রতি মাসে হাজার শিশুর মুখে খাবার তুলে দিচ্ছে ফুড ক্লাউড । এমন এক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত অর্জুন ।

মুম্বই : অভিনয়ের ফাঁকে ফাঁকে সমাজসেবাও করে থাকেন অর্জুন কাপুর । তাঁর একাধিক উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হন । অর্জুনের সাম্প্রতিক ফুড ভেঞ্চার 'ফুড ক্লাউড'-এর মাধ্যমে প্রতি মাসে হাজার শিশুর পেট ভরছে ।

অর্জুন ANI-কে জানালেন, "এই প্যান্ডেমিক আমাদের সমাজ, বিশেষ করে বাচ্চাদের এক চরম অসুবিধার মুখে ঠেলে দিয়েছে । পরিবারের আয় কমেছে, ফলে বাচ্চাদের অপুষ্টির পরিমাণ অনেক বেড়েছে ।"

যেখানেই অপুষ্টি, সেখানেই নিজের রাস্তা খুঁজে নিয়েছে 'ফুড ক্লাউড' । যতজন শিশুকে সম্ভব, খাবার তুলে দিয়েছে এই ভেঞ্চার ।

"আমাদের চেষ্টা থাকে বাচ্চাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া । ওদের অপুষ্টি মেনে নেওয়া যায় না । একই দেশের বাসিন্দা হয়ে এই সাহায্যটুকু করা আমাদের কর্তব্য ।", মনে করেন অর্জুন ।

প্রতি মাসে হাজার শিশুর মুখে খাবার তুলে দিচ্ছে ফুড ক্লাউড । এমন এক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত অর্জুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.