ETV Bharat / sitara

অর্জুনকে নিয়ে নিরাপত্তাহীনতায় মালাইকা ? - অর্জুন কাপুরের খবর

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অর্জুন কাপুর । লজ্জা লজ্জা মুখে ফোটোগ্রাফারের দিকে তাকিয়ে আছেন অভিনেতা । তবে কে সেই ফোটোগ্রাফার ? প্রশ্ন করলেন মালাইকা আরোরা ।

Arjun kapoor romancing with malaika arora
Arjun kapoor romancing with malaika arora
author img

By

Published : Nov 28, 2020, 5:47 PM IST

মুম্বই : অর্জুন-মালাইকার সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট । কেউ কিছু স্বীকার না করলেও সবাই সবকিছু জানেন । অর্জুন কাপুরের সাম্প্রতিক ছবি দেখেও পুরোটা আন্দাজ করতে পারলেন নেটিজেনরা ।

ব্যাকড্রপে পাহাড়, অর্জুনের মুখে পড়েছে রোদের আলো । চোখে সানগ্লাস, পরনে শীতের পোশাক তাঁর । আর লজ্জা লজ্জা মুখে ফোটোগ্রাফারের দিকে তাকিয়ে আছেন অর্জুন । এমনই এক ছবি শেয়ার করেছেন তিনি ।

ক্য়াপশনে লিখেছেন, "যখন সে তোমার দিকে তাকিয়ে থাকে..." এই 'সে' কিন্তু স্ত্রীলিঙ্গ । অর্থাৎ কোনও এক মহিলা অর্জুনের দিকে তাকানোয় খুব লজ্জা পেয়েছেন অভিনেতা ।

অর্জুনের এমন ক্যাপশন দেখে মালাইকার প্রশ্ন, "কে ?" কে অর্জুনের দিকে এমনভাবে তাকাতে পারেন ? যেন ভেবেই পাচ্ছেন না অভিনেত্রী ।

তবে সবাই সবটা জানে । অর্জুনের দিকে মালাইকাই তাকিয়ে আছেন বলাবাহুল্য । 'ভূত পুলিশ'-এর শুটিংয়ে হিমাচলপ্রদেশে রয়েছেন অর্জুন আর সেখানে গিয়ে পৌঁছেছেন মালাইকা । সবার জানা এই খবর । তবে সোশাল মিডিয়ায় একটু মস্করা করতে ছাড়লেন না দম্পতি ।

মালাইকার প্রশ্নে অর্জুনের উত্তর,"বুদ্ধু, নামটা আন্দাজ কর ।" দেখে নিন...

মুম্বই : অর্জুন-মালাইকার সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট । কেউ কিছু স্বীকার না করলেও সবাই সবকিছু জানেন । অর্জুন কাপুরের সাম্প্রতিক ছবি দেখেও পুরোটা আন্দাজ করতে পারলেন নেটিজেনরা ।

ব্যাকড্রপে পাহাড়, অর্জুনের মুখে পড়েছে রোদের আলো । চোখে সানগ্লাস, পরনে শীতের পোশাক তাঁর । আর লজ্জা লজ্জা মুখে ফোটোগ্রাফারের দিকে তাকিয়ে আছেন অর্জুন । এমনই এক ছবি শেয়ার করেছেন তিনি ।

ক্য়াপশনে লিখেছেন, "যখন সে তোমার দিকে তাকিয়ে থাকে..." এই 'সে' কিন্তু স্ত্রীলিঙ্গ । অর্থাৎ কোনও এক মহিলা অর্জুনের দিকে তাকানোয় খুব লজ্জা পেয়েছেন অভিনেতা ।

অর্জুনের এমন ক্যাপশন দেখে মালাইকার প্রশ্ন, "কে ?" কে অর্জুনের দিকে এমনভাবে তাকাতে পারেন ? যেন ভেবেই পাচ্ছেন না অভিনেত্রী ।

তবে সবাই সবটা জানে । অর্জুনের দিকে মালাইকাই তাকিয়ে আছেন বলাবাহুল্য । 'ভূত পুলিশ'-এর শুটিংয়ে হিমাচলপ্রদেশে রয়েছেন অর্জুন আর সেখানে গিয়ে পৌঁছেছেন মালাইকা । সবার জানা এই খবর । তবে সোশাল মিডিয়ায় একটু মস্করা করতে ছাড়লেন না দম্পতি ।

মালাইকার প্রশ্নে অর্জুনের উত্তর,"বুদ্ধু, নামটা আন্দাজ কর ।" দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.