ETV Bharat / sitara

মাকে অবহেলা করবেন না, অনুরোধ অর্জুনের - Mona Kapoor

আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষ্যে প্রায় দু'মিনিটের একটি আবেগঘন ভিডিয়ো টুইটারে শেয়ার করেন অর্জুন । ভিডিয়োর শুরুতেই সব মাদের শুভেচ্ছা জানান । পাশাপাশি মাদের অবহেলা না করার জন্য ফ্যানদের অনুরোধও করেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : May 11, 2020, 12:32 PM IST

মুম্বই : মোনা কাপুরের কোলে ছোট্ট অর্জুন । উপরের দিকে তোলা একটা হাত । ছোটোবেলার এই স্মৃতিগুলো আজও উজ্জ্বল অর্জুনের মনে । তবে এখন আর হাত বাড়ালেই মাকে পান না তিনি । খুব কষ্ট হলেও কাঁদতে পারেন না মায়ের কোলে মাথা রেখে । কারণ আট বছর আগেই মাকে হারান তিনি । আর মাকে হারানোর সেই বেদনা এখনও ভুলতে পারেননি । তাই মাদের অবহেলা না করার জন্য ফ্যানদের অনুরোধ করলেন অর্জুন কাপুর ।

মা একটা অনুভূতি । যা ভাষায় প্রকাশ করা কোনওভাবেই সম্ভব নয় । আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষ্যে রবিবাসরীয় সকালে সোশাল মিডিয়ায় মায়েদের নিয়ে আবেগে ভেসেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা । মায়ের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছিলেন তাঁরা । বাদ যাননি অর্জুন কাপুরও ।

  • Don’t mind but thoda ajeeb emotional type Sunday tha. Lockdown I can handle lekin Mother’s Day & lockdown together thoda zyada ho gaya yaar...

    Happy Mother’s Day to all the amazing souls out there.
    Most importantly Happy Mother’s Day Mom miss you always & forever. pic.twitter.com/tx7RHor3In

    — arjunk26 (@arjunk26) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রায় দু'মিনিটের একটি আবেগঘন ভিডিয়ো টুইটারে শেয়ার করেন অর্জুন । ভিডিয়োর শুরুতেই সব মাদের শুভেচ্ছা জানান তিনি । বলেন, "আমার জন্য দিনটা একটু অন্যরকম ছিল । তবুও দেখে ভালো লাগছে অনেকেই মাকে খুব ভালোবাসেন । কিন্তু, এর মধ্যে আমার মতো হতভাগ্যও রয়েছেন । যাঁরা ইচ্ছে করলেও মাকে শুভেচ্ছা জানাতে পারছেন না । আবার অনেকে লকডাউনের কারণেও মায়ের থেকে দূরে রয়েছেন ।"

তবে মাকে অবহেলা না করার জন্য ফ্যানদের অনুরোধ করেছেন অর্জুন । বলেন, "যখন মা ফোন করছেন তখন কথা বলুন । মাকে অবহেলা করবেন না । মা যদি আদর করতে চান তাহলে সেটা করতে দিন । কোনওভাবেই অবহেলা করবেন না ।"

ভিডিয়োর ক্যাপশনে অর্জুন লেখেন, "অদ্ভুত একটা রবিবার ছিল । লকডাউনকে আমি কোনওভাবে মেনে নিয়েছি । কিন্তু, লকডাউন আর মাতৃদিবস দুটোই একসঙ্গে হয়ে বিষয়টা অনেক বেশি হয়ে গিয়েছে...হ্যাপি মাদার্স ডে মা, তোমাকে খুব মিস করি আর করব ।"

কাজের দিক থেকে দিবাকর ব্যানার্জির 'সন্দীপ অউর পিঙ্কি ফারার' ছবিতে কাজ করেছেন অর্জুন । সেখানে পরিণীতি চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি ।

মুম্বই : মোনা কাপুরের কোলে ছোট্ট অর্জুন । উপরের দিকে তোলা একটা হাত । ছোটোবেলার এই স্মৃতিগুলো আজও উজ্জ্বল অর্জুনের মনে । তবে এখন আর হাত বাড়ালেই মাকে পান না তিনি । খুব কষ্ট হলেও কাঁদতে পারেন না মায়ের কোলে মাথা রেখে । কারণ আট বছর আগেই মাকে হারান তিনি । আর মাকে হারানোর সেই বেদনা এখনও ভুলতে পারেননি । তাই মাদের অবহেলা না করার জন্য ফ্যানদের অনুরোধ করলেন অর্জুন কাপুর ।

মা একটা অনুভূতি । যা ভাষায় প্রকাশ করা কোনওভাবেই সম্ভব নয় । আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষ্যে রবিবাসরীয় সকালে সোশাল মিডিয়ায় মায়েদের নিয়ে আবেগে ভেসেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা । মায়ের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছিলেন তাঁরা । বাদ যাননি অর্জুন কাপুরও ।

  • Don’t mind but thoda ajeeb emotional type Sunday tha. Lockdown I can handle lekin Mother’s Day & lockdown together thoda zyada ho gaya yaar...

    Happy Mother’s Day to all the amazing souls out there.
    Most importantly Happy Mother’s Day Mom miss you always & forever. pic.twitter.com/tx7RHor3In

    — arjunk26 (@arjunk26) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রায় দু'মিনিটের একটি আবেগঘন ভিডিয়ো টুইটারে শেয়ার করেন অর্জুন । ভিডিয়োর শুরুতেই সব মাদের শুভেচ্ছা জানান তিনি । বলেন, "আমার জন্য দিনটা একটু অন্যরকম ছিল । তবুও দেখে ভালো লাগছে অনেকেই মাকে খুব ভালোবাসেন । কিন্তু, এর মধ্যে আমার মতো হতভাগ্যও রয়েছেন । যাঁরা ইচ্ছে করলেও মাকে শুভেচ্ছা জানাতে পারছেন না । আবার অনেকে লকডাউনের কারণেও মায়ের থেকে দূরে রয়েছেন ।"

তবে মাকে অবহেলা না করার জন্য ফ্যানদের অনুরোধ করেছেন অর্জুন । বলেন, "যখন মা ফোন করছেন তখন কথা বলুন । মাকে অবহেলা করবেন না । মা যদি আদর করতে চান তাহলে সেটা করতে দিন । কোনওভাবেই অবহেলা করবেন না ।"

ভিডিয়োর ক্যাপশনে অর্জুন লেখেন, "অদ্ভুত একটা রবিবার ছিল । লকডাউনকে আমি কোনওভাবে মেনে নিয়েছি । কিন্তু, লকডাউন আর মাতৃদিবস দুটোই একসঙ্গে হয়ে বিষয়টা অনেক বেশি হয়ে গিয়েছে...হ্যাপি মাদার্স ডে মা, তোমাকে খুব মিস করি আর করব ।"

কাজের দিক থেকে দিবাকর ব্যানার্জির 'সন্দীপ অউর পিঙ্কি ফারার' ছবিতে কাজ করেছেন অর্জুন । সেখানে পরিণীতি চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.