ETV Bharat / sitara

লকডাউনে একসঙ্গে রয়েছেন মালাইকা-অর্জুন ? - অর্জুন কাপুরের খবর

অর্জুনের ইনস্টাস্টোরি দেখে পুরোটা বোঝা না গেলেও, কিছুটা আন্দাজ পাওয়া গেল ।

arjun kapoor and malaika arora latest news
arjun kapoor and malaika arora latest news
author img

By

Published : Apr 13, 2020, 4:18 PM IST

মুম্বই : অর্জুন কাপুরের একটি সাম্প্রতিক ইনস্টাস্টোরি দেখে মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি একসঙ্গেই আছেন মালাইকা আরোর আর অর্জুন কাপুর ?

সম্প্রতি অর্জুনের একটি ইনস্টাস্টোরিতে একটি আধখাওয়া কেকের ছবি দেখা গেছে । ইস্টারে তৈরি সেই বিশেষ কেক কার তৈরি ? ছবির উপরে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "Her",পাশে আবার একটি হার্ট শেপের ইমোজিও দিয়েছেন । স্পষ্ট না হলেও ইঙ্গিতের তীর কিন্তু মালাইকার দিকে ।

অর্জুনের এই কাণ্ড দেখে ফ্যানেদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি এই কেক মালাইকার তৈরি ? তাহলে কি এই লকডাউনে একসঙ্গে রয়েছেন এই রিউমর্ড কাপল ?

arjun kapoor and malaika arora latest news
সেই ইস্টার কেক....

মালাইকা কয়েকদিন থেকেই হেঁশেলে নানারকম পদ রান্না করে সোশাল মিডিয়ায় পোস্ট করছেন । তার মধ্যে কি এই কেকও ছিল ? প্রশ্ন ফ্যানেদের ।

কাজের ক্ষেত্রে অর্জুনের পরবর্তী ছবি 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার', পরিচালনায় দিবাকর ব্যানার্জি । তবে কোরোনার কারণে এখন ছবির ভবিষ্যৎ অনিশ্চিত ।

মুম্বই : অর্জুন কাপুরের একটি সাম্প্রতিক ইনস্টাস্টোরি দেখে মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি একসঙ্গেই আছেন মালাইকা আরোর আর অর্জুন কাপুর ?

সম্প্রতি অর্জুনের একটি ইনস্টাস্টোরিতে একটি আধখাওয়া কেকের ছবি দেখা গেছে । ইস্টারে তৈরি সেই বিশেষ কেক কার তৈরি ? ছবির উপরে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "Her",পাশে আবার একটি হার্ট শেপের ইমোজিও দিয়েছেন । স্পষ্ট না হলেও ইঙ্গিতের তীর কিন্তু মালাইকার দিকে ।

অর্জুনের এই কাণ্ড দেখে ফ্যানেদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি এই কেক মালাইকার তৈরি ? তাহলে কি এই লকডাউনে একসঙ্গে রয়েছেন এই রিউমর্ড কাপল ?

arjun kapoor and malaika arora latest news
সেই ইস্টার কেক....

মালাইকা কয়েকদিন থেকেই হেঁশেলে নানারকম পদ রান্না করে সোশাল মিডিয়ায় পোস্ট করছেন । তার মধ্যে কি এই কেকও ছিল ? প্রশ্ন ফ্যানেদের ।

কাজের ক্ষেত্রে অর্জুনের পরবর্তী ছবি 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার', পরিচালনায় দিবাকর ব্যানার্জি । তবে কোরোনার কারণে এখন ছবির ভবিষ্যৎ অনিশ্চিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.