মুম্বই : অর্চনা পূরণ সিংয়ের সঙ্গে সুখী দাম্পত্যজীবন যাপন করছেন অভিনেতা পরমিত শেট্টি । তবে তাঁদের জার্নিটা শুরু থেকে এমন মসৃণ ছিল না । প্রথমে অর্চনাকে বাড়ির বউ হিসেবে মেনে নেননি পরমিতের বাড়ির লোক ।
কিন্তু, পরমিত তো স্থির করে ফেলেছেন যে অর্চনাকেই বিয়ে করবেন । কী করা যায় ? তাই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নেন তাঁরা দু'জন । একটি ছবির শুটিং করছিলেন তখন অর্চনা । কেউ কিচ্ছু জানতে পারেনি । বিয়ের চলাকালীন নাকি অর্চনার হেয়ারড্রেসার ফোনও করেছিলেন তাঁকে, তিনি কখন সেটে আসবেন জানার জন্য ।
![Archana puran singh hides marriage](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/117084170_327303001990947_5314819918978231382_n_0812newsroom_1607408431_483.jpg)
তখন তো আর সোশাল মিডিয়া ছিল না । তাই খবরটি ঢেকে রাখতে খুব একটা অসুবিধা হয়নি অর্চনা-পরমিতের । কয়েক বছর পর তাঁরা বিষয়টি প্রকাশ্য আনেন । তারপর থেকে আজ অবধি দম্পতির সুখের সংসার । অর্চনা আর পরমিতের দুই সন্তান, আর্যমান আর আয়ুষ্মান ।
'দ্য কপিল শর্মা শো'-এ অতিথি হিসেবে থাকেন অর্চনা । সেখানেই একটি এপিসোডে পুরোনো স্মৃতি খুঁড়ে এই সমস্ত কথা বের করলেন অভিনেত্রী ।