মুম্বই : বিতর্ক পিছু ছাড়ে না তসলিমা নাসরিনের । সব সময়ই ধর্মীয় গোঁড়ামি ও অন্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে । আর এবার সংগীত শিল্পী এ আর রহমানের মেয়ে খাতিজা রহমানের সমালোচনায় সরব হলেন তিনি । খাতিজাকে দেখতে দমবন্ধ হয়ে আসে বলে সোশাল মিডিয়ায় মন্তব্য করেন । যদিও খুব শান্তভাবে তসলিমার মন্তব্যর জবাব দেন খাতিজা । সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনিও ।
এ আর রহমানের মেয়ে খাতিজা । পরিবারের অন্য সদস্যরা বোরখা না পরলেও তাঁকে পরতে দেখা যায় । আর তাঁর বোরখা পরার বিরুদ্ধে শুধুমাত্র তসলিমাই নন, এর আগে মন্তব্য করেছিলেন অনেকেই । যদিও কারও কথায় গুরুত্ব দেননি খাতিজা । বছর খানেক আগে খাতিজার বোরখা পরার বিরুদ্ধে সরব হন অনেকেই । তখন খুব শান্তভাবে এর প্রতিবাদ করেছিলেন এ আর রহমান । কোনও অনুষ্ঠানে তোলা একটি ছবি পোস্ট করেন তিনি । সেখানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সব মহিলারা । খাতিজা ছাড়া কাউকেই বোরখা পরতে দেখা যায়নি । ছবির ক্যাপশনে লেখেন, "আমার পরিবারের মূল্যবান মহিলা খাতিজা, রহেমা ও সাইরার সঙ্গে নীতা অম্বানিজি ।" আর সেখানেই হ্যাশট্যাগ দিয়ে লেখেন '#ফ্রিডমটুচুজ়'।
-
The precious ladies of my family Khatija ,Raheema and Sairaa with NitaAmbaniji #freedomtochoose pic.twitter.com/H2DZePYOtA
— A.R.Rahman (@arrahman) February 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The precious ladies of my family Khatija ,Raheema and Sairaa with NitaAmbaniji #freedomtochoose pic.twitter.com/H2DZePYOtA
— A.R.Rahman (@arrahman) February 6, 2019The precious ladies of my family Khatija ,Raheema and Sairaa with NitaAmbaniji #freedomtochoose pic.twitter.com/H2DZePYOtA
— A.R.Rahman (@arrahman) February 6, 2019
এ আর রহমানের ওই পোস্টের পর অবশ্য খাতিজার বোরখা পরার প্রসঙ্গ ধামাচাপা পড়ে গিয়েছিল । কিন্তু, সেই প্রসঙ্গকে আরও একবার উসকে দিলেন তসলিমা । সম্প্রতি টুইট করে তিনি লেখেন, "এ আর রহমানের গান আমার খুবই ভালো লাগে । কিন্তু, তাঁর মেয়েকে দেখলে আমার দমবন্ধ হয়ে আসে । এটা ভেবে খারাপ লাগে যে একটি সম্ভ্রান্ত পরিবারের একজন শিক্ষিত মহিলারও কীভাবে সহজে ব্রেনওয়াশ করা যায় ।"
-
I absolutely love A R Rahman's music. But whenever i see his dear daughter, i feel suffocated. It is really depressing to learn that even educated women in a cultural family can get brainwashed very easily! pic.twitter.com/73WoX0Q0n9
— taslima nasreen (@taslimanasreen) February 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I absolutely love A R Rahman's music. But whenever i see his dear daughter, i feel suffocated. It is really depressing to learn that even educated women in a cultural family can get brainwashed very easily! pic.twitter.com/73WoX0Q0n9
— taslima nasreen (@taslimanasreen) February 11, 2020I absolutely love A R Rahman's music. But whenever i see his dear daughter, i feel suffocated. It is really depressing to learn that even educated women in a cultural family can get brainwashed very easily! pic.twitter.com/73WoX0Q0n9
— taslima nasreen (@taslimanasreen) February 11, 2020
তসলিমার এই টুইটের প্রেক্ষিতে ইনস্টাগ্রামে জবাব দেন খাতিজা । সেখানে তিনি লেখেন, "এক বছর পর ফের এই বিষয়টি প্রকাশ্যে এল । গোটা দেশে অনেক ঘটনা ঘটে চলেছে । আর তার মধ্যে মানুষ আমার পোশাক নিয়ে এতটা চিন্তিত দেখে বেশ ভালো লাগছে । নিজেকে নিয়ে আমি গর্বিত । ধন্যবাদ তাঁদের যাঁরা আমায় এভাবেই গ্রহণ করেছেন । আমার কাজ কথা বলে । প্রিয় তসলিমা নাসরিন দুঃখিত যে আপনার আমাকে দেখলে দমবন্ধ হয়ে আসে । আপনি একটু মুক্ত বাতাসে শ্বাস নিন । কারণ এই পোশাকে আমার দমবন্ধ হয় না । আমি এর জন্য গর্ববোধ করি । নারীবাদী হওয়ার সঠিক অর্থ গুগলে সার্চ করে জেনে নিন । কারণ এর অর্থ কোনও নারীকে অপমান করা বা তাঁর বাবাকে তার মধ্যে যুক্ত করা নয় ।" আরও একটি পোস্ট করেন খাতিজা । সেখানে পুরুষদের পাগড়ি পরা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">