ETV Bharat / sitara

মা হওয়ার পরই কাজে ফিরবেন, অকপট অনুষ্কা - অনুষ্কা শর্মার খবর

জানুয়ারিতে সন্তানের জন্ম দেবেন অনুষ্কা শর্মা । তবে তারপরই তাঁর পাইপলাইনে অনেক কাজ । সদ্যোজাত, পরিবার আর প্রফেশনাল জীবনকে ব্যালেন্স করে চলতে প্রস্তুত অভিনেত্রী ।

Anushka Sharma after being mother
Anushka Sharma after being mother
author img

By

Published : Nov 28, 2020, 11:50 AM IST

মুম্বই : দুবাই থেকে ফিরে একের পর এক কাজ করছেন অনুষ্কা শর্মা । সাত মাসের প্রেগনেন্সি নিয়েও তিনি শুটিং ফ্লোর দাপাচ্ছেন । তবে এখানেই শেষ নয়, মা হওয়ার পরই ফের কাজে ফিরবেন অভিনেত্রী । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অকপট অনুষ্কা ।

তিনি বললেন, "ডেলিভারি করার পরই আমি শুটে ফিরব । একটা সিস্টেম তৈরি করতে হবে, যাতে আমার বাচ্চা, পরিবার আর ক্যারিয়ারের মধ্যে ব্যালেন্স করতে পারি । যতদিন বেঁচে থাকব ততদিন কাজ করে যাব । অভিনয় আমায় নির্ভেজাল আনন্দ দেয় ।"

সামনের জানুয়ারি মাসে ডেলিভারি ডেট পেয়েছেন অভিনেত্রী । চলতি বছরের অগাস্ট মাসে সোশাল মিডিয়ার মাধ্যমে প্রেগনেন্সির কথা ঘোষণা করেন বিরাট-অনুষ্কা । তারপর থেকে সদ্যোজাতকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী ।

Anushka Sharma after being mother
.

সাত মাসের প্রেগনেন্সি নিয়ে সেটে কাজ করতে ভয় করছে না ? এই প্রশ্নে অনুষ্কা বলেন, "শুটিং ফ্লোরটা যাতে সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করেই কাজে ফিরেছি । টিমের সবাই আমার খুব যত্ন নিয়েছেন, সবার কাছে কৃতজ্ঞ আমি ।"

কোরোনা ভাইরাস এখনই যাবার নয় । তাই এই ভাইরাস থেকে নিজেদের বাঁচিয়ে সুস্থ জীবনযাপন করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত..মত অনুষ্কার । আপনাদের কী মত ?

মুম্বই : দুবাই থেকে ফিরে একের পর এক কাজ করছেন অনুষ্কা শর্মা । সাত মাসের প্রেগনেন্সি নিয়েও তিনি শুটিং ফ্লোর দাপাচ্ছেন । তবে এখানেই শেষ নয়, মা হওয়ার পরই ফের কাজে ফিরবেন অভিনেত্রী । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অকপট অনুষ্কা ।

তিনি বললেন, "ডেলিভারি করার পরই আমি শুটে ফিরব । একটা সিস্টেম তৈরি করতে হবে, যাতে আমার বাচ্চা, পরিবার আর ক্যারিয়ারের মধ্যে ব্যালেন্স করতে পারি । যতদিন বেঁচে থাকব ততদিন কাজ করে যাব । অভিনয় আমায় নির্ভেজাল আনন্দ দেয় ।"

সামনের জানুয়ারি মাসে ডেলিভারি ডেট পেয়েছেন অভিনেত্রী । চলতি বছরের অগাস্ট মাসে সোশাল মিডিয়ার মাধ্যমে প্রেগনেন্সির কথা ঘোষণা করেন বিরাট-অনুষ্কা । তারপর থেকে সদ্যোজাতকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী ।

Anushka Sharma after being mother
.

সাত মাসের প্রেগনেন্সি নিয়ে সেটে কাজ করতে ভয় করছে না ? এই প্রশ্নে অনুষ্কা বলেন, "শুটিং ফ্লোরটা যাতে সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করেই কাজে ফিরেছি । টিমের সবাই আমার খুব যত্ন নিয়েছেন, সবার কাছে কৃতজ্ঞ আমি ।"

কোরোনা ভাইরাস এখনই যাবার নয় । তাই এই ভাইরাস থেকে নিজেদের বাঁচিয়ে সুস্থ জীবনযাপন করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত..মত অনুষ্কার । আপনাদের কী মত ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.