ETV Bharat / sitara

Chakda Xpress : 'চাকদা এক্সপ্রেস'-এর অনুশীলন শুরু করে দিলেন অনুষ্কা, প্রশংসা ঝুলনের - Anushka Sharma Starts Preparation For her upcoming film

নিজের নতুন ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর অনুশীলন শুরু করে দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma Starts Preparation For her upcoming film) ৷ ছবিতে কিংবদন্তী জোরে বোলার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি ৷

Anushka Sharma Preparation For Chakda Xpress
'চাকদা এক্সপ্রেস'-এর অনুশীলন শুরু করে দিলেন অনুষ্কা, কুুড়োলেন ঝুলনের প্রশংসা
author img

By

Published : Feb 25, 2022, 1:41 PM IST

Updated : Feb 25, 2022, 2:54 PM IST

হায়দরাবাদ, 25 ফেব্রুয়ারি : নিজের নতুন ছবি 'চাকদা এক্সপ্রেস'-এ ভারতীয় মহিলা দলের জোরে বোলার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা ৷ এই ছবি দিয়ে ফের একবার বলিজগতে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী ৷ এবার ছবির জন্য় অনুশীলন শুরু করে দিলেন তিনি (Anushka Sharma Starts Preparation For her upcoming film) ৷ ঝুলন গোস্বামী যেমন গোটা বাংলার গর্ব তেমনই ভারতীয় ক্রিকেটের একজন জীবন্ত কিংবদন্তি ৷ তাঁর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা যে কতটা কঠিন তা বলাই বাহুল্য ৷

তাই এবার বোলিং প্র্যাকটিস শুরু করতে লাল বল হাতে মাঠে নেমে পড়লেন অনুষ্কা ৷ নিজের অনুশীলনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামেও অনুরাগীদের জন্য শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবির ক্য়াপশনে অনুষ্কা লেখেন, "গ্রিপ বাই গ্রিপ ৷ চাকদা এক্সপ্রেসের জন্য় অনুশীলন ৷" তাঁর এই পোস্টের নীচে কমেন্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের স্পিডস্টার ঝুলন গোস্বামীও ৷

আরও পড়ুন : ফারহান-শিবানীকে শুভেচ্ছা জানাতে চাঁদের হাট, হাজির দীপিকা, আমির থেকে আরিয়ান, সুহানা

তাঁর অনুশীলনের প্রশংসা করে ঝুলন লেখেন, 'খুবই সুন্দর ৷' প্রসিত রায়ের পরিচালনায় 'চাকদা এক্সপ্রেস' প্রযোজনা করছে অনুষ্কা এবং তাঁর ভাই কর্ণেশ শর্মার ব্যানার ক্লিন স্লেট ফিল্মজ । ছবিটি কবে বড় পর্দায় আসছে তা যদিও এখনও জানা যায়নি ৷ তবে রণবীর সিংয়ের 83 ছবির মতই এই ছবি নিয়েও যে আগ্রহ তুঙ্গে দর্শকদের এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷

হায়দরাবাদ, 25 ফেব্রুয়ারি : নিজের নতুন ছবি 'চাকদা এক্সপ্রেস'-এ ভারতীয় মহিলা দলের জোরে বোলার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা ৷ এই ছবি দিয়ে ফের একবার বলিজগতে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী ৷ এবার ছবির জন্য় অনুশীলন শুরু করে দিলেন তিনি (Anushka Sharma Starts Preparation For her upcoming film) ৷ ঝুলন গোস্বামী যেমন গোটা বাংলার গর্ব তেমনই ভারতীয় ক্রিকেটের একজন জীবন্ত কিংবদন্তি ৷ তাঁর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা যে কতটা কঠিন তা বলাই বাহুল্য ৷

তাই এবার বোলিং প্র্যাকটিস শুরু করতে লাল বল হাতে মাঠে নেমে পড়লেন অনুষ্কা ৷ নিজের অনুশীলনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামেও অনুরাগীদের জন্য শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবির ক্য়াপশনে অনুষ্কা লেখেন, "গ্রিপ বাই গ্রিপ ৷ চাকদা এক্সপ্রেসের জন্য় অনুশীলন ৷" তাঁর এই পোস্টের নীচে কমেন্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের স্পিডস্টার ঝুলন গোস্বামীও ৷

আরও পড়ুন : ফারহান-শিবানীকে শুভেচ্ছা জানাতে চাঁদের হাট, হাজির দীপিকা, আমির থেকে আরিয়ান, সুহানা

তাঁর অনুশীলনের প্রশংসা করে ঝুলন লেখেন, 'খুবই সুন্দর ৷' প্রসিত রায়ের পরিচালনায় 'চাকদা এক্সপ্রেস' প্রযোজনা করছে অনুষ্কা এবং তাঁর ভাই কর্ণেশ শর্মার ব্যানার ক্লিন স্লেট ফিল্মজ । ছবিটি কবে বড় পর্দায় আসছে তা যদিও এখনও জানা যায়নি ৷ তবে রণবীর সিংয়ের 83 ছবির মতই এই ছবি নিয়েও যে আগ্রহ তুঙ্গে দর্শকদের এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷

Last Updated : Feb 25, 2022, 2:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.