ETV Bharat / sitara

ফের গ্ল্যাম লুকে অনুষ্কা - অনুষ্কা শর্মার খবর

মেয়ে হওয়ার পর কেটেছে দু'মাস । আর এরই মধ্যে গ্ল্যাম অবতারে ফিরলেন অনুষ্কা শর্মা । তাঁর নতুন ছবি থেকে চোখ সরছে না নেটিজেনদের ।

Anushka sharma lost weight
Anushka sharma lost weight
author img

By

Published : Mar 14, 2021, 3:03 PM IST

মুম্বই : মা হওয়ার পর গ্ল্যামারের চাকচিক্য থেকে দূরে ছিলেন অনুষ্কা শর্মা । মেয়ের লালাপোশই তাঁর প্রিয় অ্যাক্সেসরি হয়ে উঠেছিল । অনেকদিন পর তাঁকে আবার গ্ল্যাম লুকে দেখা গেল ।

রবিবার দুপুরে গায়ে রোদ মেখে রিল্যাক্স করছেন অনুষ্কা । হালকা মেকআপ আর ডেনিম পোশাকে বেশ স্মার্ট লাগছে তাঁকে । সঙ্গে হালকা মেকআপও করেছেন তিনি অনেকদিন পর । মেয়ে ভামিকার জন্মের পর এই প্রথম স্টাইলিশ অনুষ্কার ঝলক পাওয়া গেল ।

সদ্য মা হলে কিছু শারীরিক পরিবর্তন আসে । নিজের শরীরে একটা প্রাণের সৃষ্টি করা কি মুখের কথা ? তাই সন্তানের জন্মের পরেও কিছু পরিবর্তন থেকেই যায় শরীরে, জমে থাকা মেদ কমাতে হয় ধীরে ধীরে । তবে অনুষ্কার শরীরে কোথায় সেসব ? স্লিম অ্যান্ড ট্রিম হয়ে উঠেছেন তিনি এরই মধ্যে ।

ছবিটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, 'লাইট ক্যাচার' অর্থাৎ যাকে দেখে আলো আকৃষ্ট হয় । সত্যিই তো সব আকর্ষণের কেন্দ্রে অনুষ্কা, ক্যাপশনে ভুল কিছু লেখেননি তিনি ।

দেখে নিন..

মুম্বই : মা হওয়ার পর গ্ল্যামারের চাকচিক্য থেকে দূরে ছিলেন অনুষ্কা শর্মা । মেয়ের লালাপোশই তাঁর প্রিয় অ্যাক্সেসরি হয়ে উঠেছিল । অনেকদিন পর তাঁকে আবার গ্ল্যাম লুকে দেখা গেল ।

রবিবার দুপুরে গায়ে রোদ মেখে রিল্যাক্স করছেন অনুষ্কা । হালকা মেকআপ আর ডেনিম পোশাকে বেশ স্মার্ট লাগছে তাঁকে । সঙ্গে হালকা মেকআপও করেছেন তিনি অনেকদিন পর । মেয়ে ভামিকার জন্মের পর এই প্রথম স্টাইলিশ অনুষ্কার ঝলক পাওয়া গেল ।

সদ্য মা হলে কিছু শারীরিক পরিবর্তন আসে । নিজের শরীরে একটা প্রাণের সৃষ্টি করা কি মুখের কথা ? তাই সন্তানের জন্মের পরেও কিছু পরিবর্তন থেকেই যায় শরীরে, জমে থাকা মেদ কমাতে হয় ধীরে ধীরে । তবে অনুষ্কার শরীরে কোথায় সেসব ? স্লিম অ্যান্ড ট্রিম হয়ে উঠেছেন তিনি এরই মধ্যে ।

ছবিটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, 'লাইট ক্যাচার' অর্থাৎ যাকে দেখে আলো আকৃষ্ট হয় । সত্যিই তো সব আকর্ষণের কেন্দ্রে অনুষ্কা, ক্যাপশনে ভুল কিছু লেখেননি তিনি ।

দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.