ETV Bharat / sitara

15 মে মুক্তি পাবে 'পাতাল লোক' - amazon original show paatal lok to release on may 15

'পাতাল লোক' একটি ক্রাইম থ্রিলার । যেটি প্রযোজনা করেছে অনুষ্কার সংস্থা ক্লিন স্লেট কম্পানি । অ্যামাজ়ন প্রাইমে 15 মে মুক্তি পাবে এটি ।

sdf
sdf
author img

By

Published : Apr 24, 2020, 3:16 PM IST

মুম্বই : এর আগে একাধিক ছবি প্রযোজনা করছে অনুষ্কা শর্মার সংস্থা । আর এবার অ্যামাজ়ন প্রাইমের একটি ভিডিয়ো সিরিজ়ও প্রযোজনা করছে তাঁর সংস্থা ক্লিন স্লেট কম্পানি । সম্প্রতি প্রকাশ্যে আজে সিরিজ়ের টিজ়ার । অ্যামাজ়ন প্রাইমে এই ক্রাইম থ্রিলার মুক্তি পাবে 15 মে । নাম 'পাতাল লোক'। সিরিজ়ের আরও একটি টিজ়ার শেয়ার করে একথা জানান অনুষ্কা নিজেই ।

গণতন্ত্রের চারটি স্তম্ভকে তুলে ধরা হয়েছে নতুন টিজ়ারে । এই ছবি বিশ্ব সম্পর্কে সবার ধারণা বদলে দেবে মনে করেন অনুষ্কা । আর ইনস্টাগ্রামে টিজ়ার শেয়ার করে সেই কথাই লেখেন তিনি ।

কিছুদিন আগে মুক্তি পেয়েছিল সিরিজ়ের টিজ়ার । সেই টিজ়ারের শুরুতে একটি শহরকে দেখানো হয়েছে । তারপরই ভয়েস ওভারে বলা হয়, "দিন গোনা শুরু করে দাও । পৃথিবীর নিয়ম বদলাতে আসছে এমনই কেউ যে বিষ ছড়িয়ে দেবে আর বয়ে যাবে রক্ত । আর বদলে দেবে পৃথিবীকে ।"

এই সিরিজ়টি শেয়ার করে অনুষ্কা লেখেন, "সব বদলে দেবে, সময়, লোক ।"

এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে গুলপানাগ, জয়দীপ আহলাওয়াত, অভিষেক ব্যানার্জি, স্বস্তিকা মুখার্জি ও নীরজ কবি । ছবিটি পরিচালনা করছেন 'এনএইচ10' ও 'উড়তা পঞ্জাব' খ্যাত লেখক সুদীপ শর্মা ।

মুম্বই : এর আগে একাধিক ছবি প্রযোজনা করছে অনুষ্কা শর্মার সংস্থা । আর এবার অ্যামাজ়ন প্রাইমের একটি ভিডিয়ো সিরিজ়ও প্রযোজনা করছে তাঁর সংস্থা ক্লিন স্লেট কম্পানি । সম্প্রতি প্রকাশ্যে আজে সিরিজ়ের টিজ়ার । অ্যামাজ়ন প্রাইমে এই ক্রাইম থ্রিলার মুক্তি পাবে 15 মে । নাম 'পাতাল লোক'। সিরিজ়ের আরও একটি টিজ়ার শেয়ার করে একথা জানান অনুষ্কা নিজেই ।

গণতন্ত্রের চারটি স্তম্ভকে তুলে ধরা হয়েছে নতুন টিজ়ারে । এই ছবি বিশ্ব সম্পর্কে সবার ধারণা বদলে দেবে মনে করেন অনুষ্কা । আর ইনস্টাগ্রামে টিজ়ার শেয়ার করে সেই কথাই লেখেন তিনি ।

কিছুদিন আগে মুক্তি পেয়েছিল সিরিজ়ের টিজ়ার । সেই টিজ়ারের শুরুতে একটি শহরকে দেখানো হয়েছে । তারপরই ভয়েস ওভারে বলা হয়, "দিন গোনা শুরু করে দাও । পৃথিবীর নিয়ম বদলাতে আসছে এমনই কেউ যে বিষ ছড়িয়ে দেবে আর বয়ে যাবে রক্ত । আর বদলে দেবে পৃথিবীকে ।"

এই সিরিজ়টি শেয়ার করে অনুষ্কা লেখেন, "সব বদলে দেবে, সময়, লোক ।"

এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে গুলপানাগ, জয়দীপ আহলাওয়াত, অভিষেক ব্যানার্জি, স্বস্তিকা মুখার্জি ও নীরজ কবি । ছবিটি পরিচালনা করছেন 'এনএইচ10' ও 'উড়তা পঞ্জাব' খ্যাত লেখক সুদীপ শর্মা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.