ETV Bharat / sitara

ঝুলনের বায়োপিকে অনুষ্কা, ইডেনে এলেন শুটিংয়ে - ঝুলন গোস্বামীর চরিত্রে অনুষ্কা শর্মা

ঝুলন গোস্বামীর বায়োপিকে অনুষ্কা শর্মা । ইডেনে এলেন ছবির শুটিং করতে ।

Anushka Sharma as Jhulan Goswami
Anushka Sharma as Jhulan Goswami
author img

By

Published : Jan 11, 2020, 2:11 PM IST

Updated : Jan 13, 2020, 7:26 AM IST

কলকাতা : অজয় দেবগন, আমির খানের পর এবার কলকাতায় শুটিংয়ে এলেন অনুষ্কা শর্মা । ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি । সিলভার স্ক্রিনে হলেও, শেষমেশ 22 ইয়ার্ডে পদার্পণ করলেন অভিনেত্রী ।

ঝুলনের চরিত্রে প্রথমেই অনুষ্কাকে সিলেক্ট করা হয়নি । বাণী কাপুর ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ । এরপর এই ছবির অফার দেওয়া হয় প্রিয়াঙ্কা চোপড়াকে । 2017 সাল থেকে চলছে এই টানাপোড়েন । এর মাঝে একবার বন্ধও হয়ে যায় প্রোজেক্ট । ফের শুরু হয় নতুন প্রযোজকের হাত ধরে । নতুন সেই প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন অনুষ্কা শর্মা ।

Anushka Sharma as Jhulan Goswami
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

শোনা যাচ্ছে, সন্ধ্যে থেকে শুরু হবে শুটিং, চলবে মধ্য়রাত অবধি । শুটিং শেষে শহর ছাড়বেন অনুষ্কা ।

2018 সালে 'জ়িরো' ছবিতে দেখা গেছিল অনুষ্কাকে । তারপর তাঁকে সিলভার স্ক্রিনে দেখতে মুখিয়ে ছিল দর্শক । ইন্ডিয়ান ন্য়াশনাল উইমেন ক্রিকেট টিমের খেলোয়ার ঝুলনের চরিত্রে কেমন হতে চলেছে অনুষ্কার পারফর্মেন্স ? উত্তর দেবে সময় ।

কলকাতা : অজয় দেবগন, আমির খানের পর এবার কলকাতায় শুটিংয়ে এলেন অনুষ্কা শর্মা । ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি । সিলভার স্ক্রিনে হলেও, শেষমেশ 22 ইয়ার্ডে পদার্পণ করলেন অভিনেত্রী ।

ঝুলনের চরিত্রে প্রথমেই অনুষ্কাকে সিলেক্ট করা হয়নি । বাণী কাপুর ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ । এরপর এই ছবির অফার দেওয়া হয় প্রিয়াঙ্কা চোপড়াকে । 2017 সাল থেকে চলছে এই টানাপোড়েন । এর মাঝে একবার বন্ধও হয়ে যায় প্রোজেক্ট । ফের শুরু হয় নতুন প্রযোজকের হাত ধরে । নতুন সেই প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন অনুষ্কা শর্মা ।

Anushka Sharma as Jhulan Goswami
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

শোনা যাচ্ছে, সন্ধ্যে থেকে শুরু হবে শুটিং, চলবে মধ্য়রাত অবধি । শুটিং শেষে শহর ছাড়বেন অনুষ্কা ।

2018 সালে 'জ়িরো' ছবিতে দেখা গেছিল অনুষ্কাকে । তারপর তাঁকে সিলভার স্ক্রিনে দেখতে মুখিয়ে ছিল দর্শক । ইন্ডিয়ান ন্য়াশনাল উইমেন ক্রিকেট টিমের খেলোয়ার ঝুলনের চরিত্রে কেমন হতে চলেছে অনুষ্কার পারফর্মেন্স ? উত্তর দেবে সময় ।

Intro:After Ajay Devgan and Aamir Khan it is time for Anushka Sharma to shoot in Kolkata. The actress and wife of India cricket captain Virat Kohli is all geared up to shoot for the biopic of Jhulan Goswami on Saturday from evening.





Body:According to the sources, Anushka is going to shoot for the match sequence of the film. The shooting might continue till midnight. Anushka will be leaving the city thereafter.

Prior to Anushka, Vani Kapoor was to play Jhulan in big screen, as director Shushant Ghosh's first choice. Priyanka Chopra was also offered with the role. But the production house's first choice was Anushka.

Real life husband Virat is a cricket sensation already. Now audience will also witness wife Anushka in 22 yards, but in silver screen.


Conclusion:
Last Updated : Jan 13, 2020, 7:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.