মুম্বই : খুব অল্পবয়স থেকে নিজের জীবনের সমস্ত সিদ্ধান্ত নিজে নিয়েছেন অনুষ্কা শর্মা । অভিনেত্রী হিসেবে সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রযোজক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । মাত্র 25 বছর বয়সে । প্রযোজক হিসেবে নিজের লক্ষ্যের কথা IANS-কে শেয়ার করলেন অভিনেত্রী ।
তিনি বললেন, "অভিনেত্রী হওয়ার পর আমি যে পজ়িশন পেয়েছিলাম, তার সুযোগ নিতে প্রযোজক হই, যাতে ভালো ফিল্ম তৈরি করতে পারি । কখনই নিজে অভিনয় করব বলে প্রযোজক হইনি আমি ।"
অনুষ্কা আরও বললেন, "আমি রাইটারদের সঙ্গে বসতাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম আর ভাবতাম যে কেন একটা বিশেষ ধরনের ফিল্ম তৈরি হচ্ছে না ইন্ডাস্ট্রিতে । আমি এটাও বুঝতে পেরেছিলাম যে, ইন্ডাস্ট্রিতে মহিলাকেন্দ্রিক ফিল্ম খুব কম লেখা হচ্ছে ।"
তাই একটু নতুন ধরনের গল্প বলতে আবির্ভাব প্রযোজক অনুষ্কার । আর তিনি সেটা সফলভাবে করছেনও । সম্প্রতি তাঁর প্রযোজিত 'পাতাল লোক' সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে । এরপর অনুষ্কা নেটফ্লিক্সের একটি প্রোজেক্ট 'বুলবুল' প্রযোজনা করতে চলেছেন । সামনে এসেছে ছবির ফার্স্ট লুক...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">