ETV Bharat / sitara

অনুষ্কার নতুন পরিচয় - প্রযোজক অনুষ্কা শর্মা

মাত্র 25 বছর বয়সে প্রযোজক হন অনুষ্কা শর্মা । আর আজ তিনি 32 । এই সাত বছরে একের পর এক সফল প্রযোজনা করেছেন অনুষ্কা । তাঁর সাম্প্রতিকতম প্রযোজনা 'বুলবুল' । এই হরর ফিল্মও বেশ সাড়া ফেলেছে দর্শকের মধ্যে । আর সেই সঙ্গে নতুন পরিচয় জুটেছে অনুষ্কার, তিনি এখন বলিউডের অন্যতম সফল প্রযোজক ।

Anushka Sharma backs up real talent
Anushka Sharma backs up real talent
author img

By

Published : Jun 27, 2020, 6:29 PM IST

মুম্বই : নিজে অভিনয় করবেন বলে প্রযোজন হননি অনুষ্কা শর্মা, আগেই জানিয়েছিলেন অভিনেত্রী । 'বুলবুল' যেন আরও বেশি করে প্রমাণ দিল তাঁর উদ্দেশ্যের । প্রকৃত প্রতিভাবান মানুষদের জায়গা করে দিতেই অনুষ্কার 'ক্লিন স্লেট ফিল্মস' ।

স্টারডম বা কানেকশন নয়, শুধুমাত্র প্রতিভার জোরেই অনুষ্কা প্রযোজিত সিনেমা বা সিরিজ়ে জায়গা করে নিচ্ছেন অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, টেকনিশিয়ান । প্রমাণও করছেন নিজেদের যোগ্যতা ।

Anushka Sharma backs up real talent
NH ১০

এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অনুষ্কা বললেন, "মাত্র 25 বছর বয়সে প্রযোজক হয়ে, আমি ঠিক করে নিয়েছিলাম যে, প্রকৃত প্রতিভাবান মানুষদেরই আমি জায়গা দেব । তাঁরা নিজেদের যোগ্যতায় এই ফিল্মি দুনিয়ায় নিজেদের ছাপ রাখতে পারবে ।"

আর এই ভাবেই এগিয়ে যেতে বদ্ধপরিকর অনুষ্কা । বললেন, "নতুন ছেলেমেয়েরা যেভাবে প্রোজেক্টটাকে নতুন আইডিয়া দিয়ে ভরিয়ে দেন, সেটা প্রশংসনীয় । সঙ্গে আমরা সেরকম গল্পই বাছাই করি, যেগুলো একটু অন্যরকম ।"

Anushka Sharma backs up real talent
বুলবুল

কয়েকদিন আগে অ্যামাজ়ন প্রাইমে 'পাতাল লোক' আর এখন নেটফ্লিক্সের 'বুলবুল', OTT-তেও প্রযোজক অনুষ্কার রাজত্ব অব্যাহত । এর আগে বড় পরদায় 'NH 10' বা 'পরী'-র মতো সফল ছবি উপহার দিয়েছেন তিনি । তবে অভিনেত্রী অনুষ্কাকে দেখার জন্যও মুখিয়ে দর্শক । 'জ়িরো'-র পর আর কোনও ছবি করেননি অভিনেত্রী ।

মুম্বই : নিজে অভিনয় করবেন বলে প্রযোজন হননি অনুষ্কা শর্মা, আগেই জানিয়েছিলেন অভিনেত্রী । 'বুলবুল' যেন আরও বেশি করে প্রমাণ দিল তাঁর উদ্দেশ্যের । প্রকৃত প্রতিভাবান মানুষদের জায়গা করে দিতেই অনুষ্কার 'ক্লিন স্লেট ফিল্মস' ।

স্টারডম বা কানেকশন নয়, শুধুমাত্র প্রতিভার জোরেই অনুষ্কা প্রযোজিত সিনেমা বা সিরিজ়ে জায়গা করে নিচ্ছেন অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, টেকনিশিয়ান । প্রমাণও করছেন নিজেদের যোগ্যতা ।

Anushka Sharma backs up real talent
NH ১০

এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অনুষ্কা বললেন, "মাত্র 25 বছর বয়সে প্রযোজক হয়ে, আমি ঠিক করে নিয়েছিলাম যে, প্রকৃত প্রতিভাবান মানুষদেরই আমি জায়গা দেব । তাঁরা নিজেদের যোগ্যতায় এই ফিল্মি দুনিয়ায় নিজেদের ছাপ রাখতে পারবে ।"

আর এই ভাবেই এগিয়ে যেতে বদ্ধপরিকর অনুষ্কা । বললেন, "নতুন ছেলেমেয়েরা যেভাবে প্রোজেক্টটাকে নতুন আইডিয়া দিয়ে ভরিয়ে দেন, সেটা প্রশংসনীয় । সঙ্গে আমরা সেরকম গল্পই বাছাই করি, যেগুলো একটু অন্যরকম ।"

Anushka Sharma backs up real talent
বুলবুল

কয়েকদিন আগে অ্যামাজ়ন প্রাইমে 'পাতাল লোক' আর এখন নেটফ্লিক্সের 'বুলবুল', OTT-তেও প্রযোজক অনুষ্কার রাজত্ব অব্যাহত । এর আগে বড় পরদায় 'NH 10' বা 'পরী'-র মতো সফল ছবি উপহার দিয়েছেন তিনি । তবে অভিনেত্রী অনুষ্কাকে দেখার জন্যও মুখিয়ে দর্শক । 'জ়িরো'-র পর আর কোনও ছবি করেননি অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.