ETV Bharat / sitara

অভিনয় করতে খুব বাজে লাগে : অনুরাগ কাশ্যপ - anurag kashyap hate acting

'ঘুমকেতু' ছবিতে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশকর্মীর চরিত্রে অভিনয় করেছেন পরিচালক ও প্রযোজক অনুরাগ কাশ্যপকে । যদিও অভিনয় করতে ভালো লাগে না বলে জানিয়েছেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : May 22, 2020, 2:57 PM IST

মুম্বই : 'ঘুমকেতু' ছবিতে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশকর্মীর চরিত্রে অভিনয় করেছেন পরিচালক ও প্রযোজক অনুরাগ কাশ্যপকে । যদিও অভিনয় করতে মোটেই ভালো লাগে না তাঁর । কিন্তু, এই প্রোজেক্টের জন্য বাধ্য হয়েই রাজি হয়েছিলেন বলে জানান তিনি ।

এ প্রসঙ্গে অনুরাগ বলেন, "বাধ্য হয়েই এই ছবিতে অভিনয়ের জন্য হ্যাঁ বলেছিলাম । আমার অভিনয় করতে ভালো লাগে না । কিন্তু, প্রতিবারই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয় । যদিও এখানে নওয়াজ়উদ্দিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি । এছাড়াও এই ছবিতে রয়েছেন রঘুবীর যাদব, ইলা অরুণ ও সদানন্দ কিরকিরের মতো তারকারা । তাঁদের স্ক্রিনে দেখার অপেক্ষা করুন...।"

একজন লেখকের কাহিনি তুলে ধরা হয়েছে 'ঘুমকেতু'-তে । ঘুমকেতুর চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ় । যার স্বপ্ন মুম্বইতে গিয়ে একটি বড় সিনেমা তৈরি করা । ছবিটি পরিচালনা করেছেন পুষ্পেন্দ্র নাথ মিশ্র । প্রযোজনায় ফ্যান্টম ফিল্মস ও সোনি পিকচার্স নেটওয়ার্ক ।

এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব, সদানন্দ কিরকিরে, রাগিনী খান্না । আর ছবির ক্যামিও চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, রণবীর সিং, সোনাক্ষী সিনহা, চিত্রাঙ্গদা সিং ও পরিচালক নিখিল আদবানিকে ।

আজই ডিজিটালে মুক্তি পেয়েছে 'ঘুমকেতু' ।

মুম্বই : 'ঘুমকেতু' ছবিতে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশকর্মীর চরিত্রে অভিনয় করেছেন পরিচালক ও প্রযোজক অনুরাগ কাশ্যপকে । যদিও অভিনয় করতে মোটেই ভালো লাগে না তাঁর । কিন্তু, এই প্রোজেক্টের জন্য বাধ্য হয়েই রাজি হয়েছিলেন বলে জানান তিনি ।

এ প্রসঙ্গে অনুরাগ বলেন, "বাধ্য হয়েই এই ছবিতে অভিনয়ের জন্য হ্যাঁ বলেছিলাম । আমার অভিনয় করতে ভালো লাগে না । কিন্তু, প্রতিবারই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয় । যদিও এখানে নওয়াজ়উদ্দিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি । এছাড়াও এই ছবিতে রয়েছেন রঘুবীর যাদব, ইলা অরুণ ও সদানন্দ কিরকিরের মতো তারকারা । তাঁদের স্ক্রিনে দেখার অপেক্ষা করুন...।"

একজন লেখকের কাহিনি তুলে ধরা হয়েছে 'ঘুমকেতু'-তে । ঘুমকেতুর চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ় । যার স্বপ্ন মুম্বইতে গিয়ে একটি বড় সিনেমা তৈরি করা । ছবিটি পরিচালনা করেছেন পুষ্পেন্দ্র নাথ মিশ্র । প্রযোজনায় ফ্যান্টম ফিল্মস ও সোনি পিকচার্স নেটওয়ার্ক ।

এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব, সদানন্দ কিরকিরে, রাগিনী খান্না । আর ছবির ক্যামিও চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, রণবীর সিং, সোনাক্ষী সিনহা, চিত্রাঙ্গদা সিং ও পরিচালক নিখিল আদবানিকে ।

আজই ডিজিটালে মুক্তি পেয়েছে 'ঘুমকেতু' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.