মুম্বই : অনুরাগ কাশ্যপকে দেশের অন্য়তম সেরা পরিচালক বলা যেতে পারে । পরিচালনা আর অভিনয় দু'দিক থেকেই সমান পারদর্শী তিনি । তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছেন অনুরাগ । একটু একটু করে বদলাচ্ছে তাঁর ফিল্মমেকিংয়ের প্রক্রিয়াও । IANS-কে দেওয়া সাক্ষাৎকারে অনেক কথা বললেন পরিচালক ।
অনুরাগ বললেন, "আমার ফিল্মমেকিংয়ের প্রক্রিয়া বদলাচ্ছে । আমি শেষ যে তিনটি ছবি পরিচালনা করেছি, সেগুলোর আইডিয়া অন্য কারও । সেটা একটা খুব বড় সাহায্য পরিচালনার ক্ষেত্রে ।"
সামনেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অনুরাগ পরিচালিত 'চোকড : পয়সা বোলতা হ্য়ায়' । ছবিটিতে ডিমনিটাইজ়েশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । প্রায় পাঁচ বছর ধরে ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন অনুরাগ ।
বললেন, "এই ছবিটা করার আগে একটা প্রস্তুতিপর্ব ছিল । একটা অপেক্ষা ছিল । 2015 সালে আমি ছবিটার স্ক্রিপ্ট লিখতে শুরু করি । তখনও ডিমনিটাইজ়েশন হয়নি । তারপর যখন সরকার নোটবন্দীর সিদ্ধান্ত নিল, মনে হল যে সিনেমায় এটা ঢোকাতেই হবে । ফলে আবার স্ক্রিপ্ট লিখতে শুরু করলাম । ছবিটা শুট করা হয় 2019 সালে ।"
"চোকড..." এক গৃহবধূর গল্প, যে হঠাৎ আবিষ্কার করে যে, প্রতিরাতে তার রান্নাঘরের সিঙ্ক থেকে টাকা বেরোচ্ছে । বাড়িতে কর্মহীন স্বামী আর রান্নাঘরে টাকার কল । কীভাবে সামলায় সে ? সেই গল্পই বলবে এই থ্রিলার ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
নেটফ্লিক্সে 5 জুন মুক্তি পাবে 'চোকড : পয়সা বোলতা হ্য়ায়' । আশাবাদী অনুরাগ কাশ্যপ ।