মুম্বই : ১০ বছর বয়স থেকে আত্মজীবনী লিখছেন অনুপম খের। পাবলিশারের মতে সিনেমার থেকে কোনও অংশে কম বৈচিত্রময় নয় তাঁর জীবন। সবমিলিয়ে অনুপম খেরের আত্মজীবনী পাঠকদের কাছে একটা মস্ত বড় ট্রিট হতে চলেছে। অগাস্ট মাসের ৫ তারিখ মুক্তি পাবে সেই আত্মজীবনী, নাম 'লেসনস লাইফ টট মি আননোইংলি' (Lessons Life Taught Me Unknowingly)।
কয়েকদিন আগে অনুপম তাঁর টুইটারে লিখেছিলেন, "আমি যদি বলি আমি ১০ বছর বয়স থেকে আত্মজীবনী লিখছি, সেটা একটুও বাড়াবাড়ি হবে না। সেই সময় থেকেই আমি আমার জীবনের ওঠাপড়াগুলোকে ধরে রাখতে চেয়েছি। এবার সময় এসেছে আমার জীবনটাকে বইয়ের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করার।"
ঋষি কাপুর অনুপমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "বইপ্রকাশের আগে তোমায় শুভেচ্ছা জানাই অনুপম খের। নিউ ইয়র্কে আবার তোমার সঙ্গে দেখা করার আশা রাখি।"
-
Good wishes on the release of your book dear @AnupamPKher Looking forward to meet you again here in New York.
— Rishi Kapoor (@chintskap) June 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Good wishes on the release of your book dear @AnupamPKher Looking forward to meet you again here in New York.
— Rishi Kapoor (@chintskap) June 23, 2019Good wishes on the release of your book dear @AnupamPKher Looking forward to meet you again here in New York.
— Rishi Kapoor (@chintskap) June 23, 2019
অনিল কাপুরও নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "বইটা পড়ার জন্য মুখিয়ে রয়েছি। অনেক শুভেচ্ছা অনুপম খের।"
-
Looking forward to reading this! Congratulations @AnupamPKher! I’m sure it’s going to be super fascinating & inspiring! https://t.co/7BfowN7vr7
— Anil Kapoor (@AnilKapoor) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Looking forward to reading this! Congratulations @AnupamPKher! I’m sure it’s going to be super fascinating & inspiring! https://t.co/7BfowN7vr7
— Anil Kapoor (@AnilKapoor) June 22, 2019Looking forward to reading this! Congratulations @AnupamPKher! I’m sure it’s going to be super fascinating & inspiring! https://t.co/7BfowN7vr7
— Anil Kapoor (@AnilKapoor) June 22, 2019