ETV Bharat / sitara

"১০ বছর বয়স থেকে আত্মজীবনী লিখছি", মুক্তির মুখে অনুপমের অটোবায়োগ্রাফি

জীবনের নানা অভিজ্ঞতা অজান্তেই অনেক শিক্ষা দিয়ে যায় আমাদের। আর সেই শিক্ষা আমাদের একজন পরিণত মানুষ হিসেবে তৈরি হতে সাহায্য করে। বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছেন। জীবন তাঁকে অনেককিছু শিখিয়েছে। সেই সব অভিজ্ঞতা অভিনেতা তুলে ধরছেন নিজের আত্মজীবনীতে।

অনুপম খের
author img

By

Published : Jun 24, 2019, 6:03 PM IST

মুম্বই : ১০ বছর বয়স থেকে আত্মজীবনী লিখছেন অনুপম খের। পাবলিশারের মতে সিনেমার থেকে কোনও অংশে কম বৈচিত্রময় নয় তাঁর জীবন। সবমিলিয়ে অনুপম খেরের আত্মজীবনী পাঠকদের কাছে একটা মস্ত বড় ট্রিট হতে চলেছে। অগাস্ট মাসের ৫ তারিখ মুক্তি পাবে সেই আত্মজীবনী, নাম 'লেসনস লাইফ টট মি আননোইংলি' (Lessons Life Taught Me Unknowingly)।

কয়েকদিন আগে অনুপম তাঁর টুইটারে লিখেছিলেন, "আমি যদি বলি আমি ১০ বছর বয়স থেকে আত্মজীবনী লিখছি, সেটা একটুও বাড়াবাড়ি হবে না। সেই সময় থেকেই আমি আমার জীবনের ওঠাপড়াগুলোকে ধরে রাখতে চেয়েছি। এবার সময় এসেছে আমার জীবনটাকে বইয়ের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করার।"

ঋষি কাপুর অনুপমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "বইপ্রকাশের আগে তোমায় শুভেচ্ছা জানাই অনুপম খের। নিউ ইয়র্কে আবার তোমার সঙ্গে দেখা করার আশা রাখি।"

  • Good wishes on the release of your book dear @AnupamPKher Looking forward to meet you again here in New York.

    — Rishi Kapoor (@chintskap) June 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনিল কাপুরও নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "বইটা পড়ার জন্য মুখিয়ে রয়েছি। অনেক শুভেচ্ছা অনুপম খের।"

মুম্বই : ১০ বছর বয়স থেকে আত্মজীবনী লিখছেন অনুপম খের। পাবলিশারের মতে সিনেমার থেকে কোনও অংশে কম বৈচিত্রময় নয় তাঁর জীবন। সবমিলিয়ে অনুপম খেরের আত্মজীবনী পাঠকদের কাছে একটা মস্ত বড় ট্রিট হতে চলেছে। অগাস্ট মাসের ৫ তারিখ মুক্তি পাবে সেই আত্মজীবনী, নাম 'লেসনস লাইফ টট মি আননোইংলি' (Lessons Life Taught Me Unknowingly)।

কয়েকদিন আগে অনুপম তাঁর টুইটারে লিখেছিলেন, "আমি যদি বলি আমি ১০ বছর বয়স থেকে আত্মজীবনী লিখছি, সেটা একটুও বাড়াবাড়ি হবে না। সেই সময় থেকেই আমি আমার জীবনের ওঠাপড়াগুলোকে ধরে রাখতে চেয়েছি। এবার সময় এসেছে আমার জীবনটাকে বইয়ের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করার।"

ঋষি কাপুর অনুপমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "বইপ্রকাশের আগে তোমায় শুভেচ্ছা জানাই অনুপম খের। নিউ ইয়র্কে আবার তোমার সঙ্গে দেখা করার আশা রাখি।"

  • Good wishes on the release of your book dear @AnupamPKher Looking forward to meet you again here in New York.

    — Rishi Kapoor (@chintskap) June 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনিল কাপুরও নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "বইটা পড়ার জন্য মুখিয়ে রয়েছি। অনেক শুভেচ্ছা অনুপম খের।"

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.