মুম্বই : সারা বিশ্ব জুড়ে এখন কোরোনা আতঙ্ক । ভারতের বেশ কয়েকটি শহরও কোরোনা আক্রান্ত । প্রমাণিত হয়েছে, হাত মেলালে সেখান থেকে ছড়াতে পারে এই জীবাণু । তাই হাত না মিলিয়ে ভারতীয় ঐতিহ্য মেনে নমস্কার করে একে অপরকে অভিবাদন জানানোর উপদেশ দিলেন অনুপম খের ।
টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অনুপম । সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "বিশ্বজুড়ে কোরোনা আক্রান্ত এই পরিবেশে আমার মনে হয় , একে অপরকে অভিবাদন জানাতে হ্যান্ডশেক নয়, ভারতীয় ঐতিহ্য মতে নমস্কারের পন্থা অবলম্বন করা উচিত । তাহলে সংক্রামিত হওয়ার কোনও ভয় থাকবে না আপনার ।"
ভিডিয়োর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "কোনও রকম জীবাণুর হাত থেকে বাঁচতে আমায় সবাই হাত ধুতে বলেন । আমি সেটা করি সবসময় । তবে এছাড়াও আমি সবাইকে 'নমস্তে'-র মাধ্যমে একে অপরকে গ্রিট করার উপদেশ দেব । এটা স্বাস্থ্যকর, ফ্রেন্ডলি ও আপনার ভিতরের শক্তিকে সঞ্চয় করে রাখতে সক্ষম । ট্রাই করে দেখুন ।"
-
Of late I am being told by lots of people to keep washing hands to prevent any kind of infection. I do that in any case. But also want to suggest the age old Indian way of greeting people called #Namaste. It is hygienic, friendly & centres your energies. Try it. 🙏🙏 #caronavirus pic.twitter.com/ix7e6S8Abp
— Anupam Kher (@AnupamPKher) March 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Of late I am being told by lots of people to keep washing hands to prevent any kind of infection. I do that in any case. But also want to suggest the age old Indian way of greeting people called #Namaste. It is hygienic, friendly & centres your energies. Try it. 🙏🙏 #caronavirus pic.twitter.com/ix7e6S8Abp
— Anupam Kher (@AnupamPKher) March 3, 2020Of late I am being told by lots of people to keep washing hands to prevent any kind of infection. I do that in any case. But also want to suggest the age old Indian way of greeting people called #Namaste. It is hygienic, friendly & centres your energies. Try it. 🙏🙏 #caronavirus pic.twitter.com/ix7e6S8Abp
— Anupam Kher (@AnupamPKher) March 3, 2020
যে কোনও রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ইশুতে সবসময়েই নিজের মত ও উপদেশ জানান অনুপম । এবারও তার ব্যতিক্রম হল না । তাঁর এই নির্মল উপদেশে প্রশংসা নেটিজেনদের ।