মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকেই অনুপম খেরের মাথায় চুল দেখা যায়নি। কয়েকটা ছবিতে তাঁকে উইগ পরে দেখা গেলেও তাঁর মাথা জোড়া টাকের কথা সর্বজনবিদিত। এই বিষয়টিকে নিয়ে রসিকতা করলেন অনুপম।
ড্রেডলক হেয়ারস্টাইল খুবই জনপ্রিয় কৃষ্ণাঙ্গ পুরুষ ও মহিলাদের মধ্যে। সেই হেয়ারস্টাইলের একটা উইগ পরে এক মজাদার ভিডিয়ো শেয়ার করলেন অনুপম। ক্যাপশনটা আরও মজাদার। ক্যাপশনে অনুপম লিখেছেন, "চুল বাড়ানোর মুহূর্তেই বিদ্যুৎ চমকাল!!"
শেয়ার করা সেই ভিডিয়োয় মাঝে মাঝেই দেখা যাচ্ছিল বিদ্যুতের চমক। যেন চুল থাকাটা অনুপমের জন্য একেবারেই ঠিক নয়, চুল বাড়ালে স্বয়ং প্রকৃতি রুষ্ট হবে। মজার এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল।
দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">