ETV Bharat / sitara

অনুপমের নতুন বই সাহায্য করবে হতাশার সঙ্গে লড়তে - অনুপম খেরের খবর

এই লকডাউনে অনেকের মানসিক স্বাস্থ্যই টালমাটাল । কেউ মুখ লুকিয়েছেন ডিপ্রেশনে তো কেউ আবার ভুগছেন একাকীত্বের সমস্যায় । তবে তাদের মনকে সারিয়ে তুলবে অনুপম খেরের বই 'ইয়োর বেস্ট ডে ইজ় টুডে' ।

Anupam Kher latest news
Anupam Kher latest news
author img

By

Published : Dec 7, 2020, 11:51 AM IST

মুম্বই : অভিনয়ের পাশাপাশি লেখাটাকেও চালিয়ে যাচ্ছেন অনুপম খের । এই নিয়ে তাঁর তিনটি বই লেখা হয়ে গেল । অনুপমের সাম্প্রতিকতম বইয়ের নাম 'ইয়োর বেস্ট ডে ইজ় টুডে' ।

বইয়ের নাম শুনেই বোঝা যাচ্ছে যে, এটি একটি মোটিভেশনাল বই । নিজের লেখার মাধ্যমেই মানুষকে মনের জোর, আনন্দ, আত্মবিশ্বাস জোগাবেন অনুপম । আর এই কোরোনা পরিস্থিতিতে এগুলোর প্রয়োজন অনস্বীকার্য ।

অনুপম লিখেছেন, "আমার বই 'ইয়োর বেস্ট ডে ইজ় টুডে' এখন বুকস্টোরে । প্লিজ় যান এবং একটি করে কপি কিনুন । নিজের জন্য কিনুন বা কাউকে উপহার দিন । যারা এই প্যান্ডেমিকের মধ্যে হতাশায় ভুগছেন, তাদের সাহায্য করবে এই বই...কথা দিচ্ছি ।"

দেখে নিন অনুপমের পোস্ট...

এর আগে 'দ্য বেস্ট থিঙ্গ অ্যাবাউট ইউ ইজ় ইউ' বা 'লেসন্স লাইফ টট মি আননোইঙ্গলি'-এর মতো বই লিখেছেন অনুপম । দু'টি বইই খুব প্রশংসা পেয়েছে পাঠকদের দরবারে ।

মুম্বই : অভিনয়ের পাশাপাশি লেখাটাকেও চালিয়ে যাচ্ছেন অনুপম খের । এই নিয়ে তাঁর তিনটি বই লেখা হয়ে গেল । অনুপমের সাম্প্রতিকতম বইয়ের নাম 'ইয়োর বেস্ট ডে ইজ় টুডে' ।

বইয়ের নাম শুনেই বোঝা যাচ্ছে যে, এটি একটি মোটিভেশনাল বই । নিজের লেখার মাধ্যমেই মানুষকে মনের জোর, আনন্দ, আত্মবিশ্বাস জোগাবেন অনুপম । আর এই কোরোনা পরিস্থিতিতে এগুলোর প্রয়োজন অনস্বীকার্য ।

অনুপম লিখেছেন, "আমার বই 'ইয়োর বেস্ট ডে ইজ় টুডে' এখন বুকস্টোরে । প্লিজ় যান এবং একটি করে কপি কিনুন । নিজের জন্য কিনুন বা কাউকে উপহার দিন । যারা এই প্যান্ডেমিকের মধ্যে হতাশায় ভুগছেন, তাদের সাহায্য করবে এই বই...কথা দিচ্ছি ।"

দেখে নিন অনুপমের পোস্ট...

এর আগে 'দ্য বেস্ট থিঙ্গ অ্যাবাউট ইউ ইজ় ইউ' বা 'লেসন্স লাইফ টট মি আননোইঙ্গলি'-এর মতো বই লিখেছেন অনুপম । দু'টি বইই খুব প্রশংসা পেয়েছে পাঠকদের দরবারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.