ETV Bharat / sitara

"এই সময়টাও পেরিয়ে যাবে", আশাবাদী অনুপম - অনুপম খেরের খবর

আজ থেকে 102 বছর আগে ঠিক একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল পৃথিবীকে । শুধুমাত্র কোরোনার বদলে ছিল স্প্যানিশ ফ্লুয়ের আক্রমণ । তবে সেই সময়টা পেরিয়ে আমরা নতুন পৃথিবী গড়েছি । আর সেই রেশ ধরেই অনুপম খের বললেন, "এই সময়টাও পেরিয়ে যাবে" ।

Anupam Kher on pandemic
Anupam Kher on pandemic
author img

By

Published : Jun 30, 2020, 6:38 AM IST

মুম্বই : লোকের মুখে মাস্ক, ট্রামের গায়ে সতর্কবার্তা, প্লাস্টিকে মোড়া শরীর...1918 সালে পৃথিবীর অবস্থাটা ঠিক আজকের মতোই ছিল । কারণ সেই সময় স্প্যানিশ ফ্লুয়ের হামলা হয় পৃথিবী জুড়ে । প্রায় দু'বছরের বেশি সময় ধরে এই রোগ অনেক মানুষ মেরেছে, তকমা পেয়েছে অতিমারীর । কিন্তু, মানবসভ্যতাকে থামিয়ে দিতে পারেনি । কোরোনা ভাইরাসও পারবে না, আশা অনুপম খেরের ।

1918 সালের কয়েকটি সাদা কালো ছবি শেয়ার করেছেন অনুপম । ক্যাপশিনে লিখেছেন, "102 বছর আগের এই ছবিগুলো স্প্যানিশ ফ্লু নামক এক অতিমারীর । মাস্ক, সামাজিক দূরত্ব এইসব তখনও ছিল ।"

Anupam Kher on pandemic
অনুপমের শেয়ার করা ছবি, সালটা 1918

তিনি আরও লিখেছেন, "সবকিছু যেন ঠিক এখনকার মতোই, এমনকি মানুষগুলোও একরকম । শুধু ওয়াইফাই নেই । তা সত্ত্বেও পৃথিবীর নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে । তাই এই সময়টাও পেরিয়ে যাবে । জীবন থেমে থাকবে না ।"

এই কঠিন সময়ে অনুপমের এই ইতিবাচক পোস্ট উদ্বুদ্ধ করেছে নেটিজেনদের । দেখে নিন...

মুম্বই : লোকের মুখে মাস্ক, ট্রামের গায়ে সতর্কবার্তা, প্লাস্টিকে মোড়া শরীর...1918 সালে পৃথিবীর অবস্থাটা ঠিক আজকের মতোই ছিল । কারণ সেই সময় স্প্যানিশ ফ্লুয়ের হামলা হয় পৃথিবী জুড়ে । প্রায় দু'বছরের বেশি সময় ধরে এই রোগ অনেক মানুষ মেরেছে, তকমা পেয়েছে অতিমারীর । কিন্তু, মানবসভ্যতাকে থামিয়ে দিতে পারেনি । কোরোনা ভাইরাসও পারবে না, আশা অনুপম খেরের ।

1918 সালের কয়েকটি সাদা কালো ছবি শেয়ার করেছেন অনুপম । ক্যাপশিনে লিখেছেন, "102 বছর আগের এই ছবিগুলো স্প্যানিশ ফ্লু নামক এক অতিমারীর । মাস্ক, সামাজিক দূরত্ব এইসব তখনও ছিল ।"

Anupam Kher on pandemic
অনুপমের শেয়ার করা ছবি, সালটা 1918

তিনি আরও লিখেছেন, "সবকিছু যেন ঠিক এখনকার মতোই, এমনকি মানুষগুলোও একরকম । শুধু ওয়াইফাই নেই । তা সত্ত্বেও পৃথিবীর নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে । তাই এই সময়টাও পেরিয়ে যাবে । জীবন থেমে থাকবে না ।"

এই কঠিন সময়ে অনুপমের এই ইতিবাচক পোস্ট উদ্বুদ্ধ করেছে নেটিজেনদের । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.