মুম্বই : এবার বড় পরদায় তুলে ধরা হবে সত্য সাই বাবার জীবন কাহিনি । আর সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভজন গায়ক ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী অনুপ জালোটাকে ।
এই ধরনের একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই খুশি অনুপ । এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রায় 55 বছর আগে বাবার সঙ্গে সত্য সাই বাবার কাছে গিয়েছিলাম । আমরা একসঙ্গে ভজনও করেছিলাম । সত্য সাই বাবা আমাকে 'ছোটা সাই' বলে ডাকতেন । আর এত বছর পর এবার সত্য সাই বাবার চরিত্রে অভিনয় করব । এটা আমার কাছে আশীর্বাদের মতো ।"
তিনি আরও বলেন, "সত্য সাই বাবার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি । কারণ আমি তাঁর আদর্শ ও নীতিতে বিশ্বাস করি । আর আমি অনেক কাছ থেকে তাঁকে দেখেছি । এছাড়া তাঁর সম্পর্কে অনেক পড়াশোনাও করেছি । এই ধরনের একটা চরিত্রে অভিনয় করা আমার কাছে বড় চ্যালেঞ্জ ।"
তবে ছবির নাম এখনও পর্যন্ত জানা যায়নি । ছবিটি পরিচালনা করবেন ভিকি রানাওয়াত । অনুপ জালোটা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফ, সাধিকা রণধাওয়া, গোবিন্দ নামদেব, অরুণ বক্সি ও মুস্তাক খানকে ।
আর ছবির মিউজ়িকের দায়িত্বে রয়েছেন বাপ্পা লাহিড়ি । সব ঠিক থাকলে 2021-এর 22 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।