ETV Bharat / sitara

'থাপ্পড়'-এর সমালোচনা শুনে চটলেন অনুভব

author img

By

Published : Mar 9, 2020, 3:14 PM IST

'থাপ্পড়'-এর সমালোচনা করা হয়েছিল একটি ওয়েব পোর্টালে । যা দেখে চটে যান পরিচালক অনুভব সিনহা । টুইট করে গালিগালাজও করেন তিনি । পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন ।

্িু
্িু

মুম্বই : 28 ফেব্রুয়ারি মুক্তি পায় তাপসী পান্নু অভিনীত 'থাপ্পড়'। পারিবারিক হিংসার উপর তৈরি ছবিটি । যদিও বক্স অফিস থেকে এই ছবি এতদিনে খুব বেশি টাকা আয় করতে পারেনি । মুক্তির পর প্রথম সপ্তাহে মাত্র 22.79 কোটি টাকা আয় করে 'থাপ্পড়'। এই রিপোর্ট প্রকাশিত হয় একটি পোর্টালে । পাশাপাশি ছবির সমালোচনাও করা হয় । যা দেখে বেজায় চটে যান পরিচালক অনুভব সিনহা । টুইটারে তার প্রেক্ষিতে গালিগালাজ করে একটি পোস্ট করেন তিনি । পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন ।

মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে 22.79 কোটি টাকা আয় করে 'থাপ্পড়'। বক্স অফিসের এই আয় সম্পর্কে একটি ওয়েব পোর্টালে লেখা হয়, 'দর্শকরা 'থাপ্পড়'-কে কষিয়ে থাপ্পড় মেরেছেন...'। এই লেখা দেখার পর চটে যান অনুভব । নিজের রাগ ঠিক রাখতে না পেরে সোশাল মিডিয়ায় দর্শকদের উদ্দেশে গালিগালাজ করেন তিনি ।

অনুভব লেখেন, "সিনেমাকে দেহ ব্যবসার জায়গা করে রেখে দিয়েছে এরা । আমার টাকা । আমার সিনেমা । আমার আয় । আমার ক্ষতি । তোমরা কে ? আমি কোনও পাবলিক শেয়ার ব্যবহার করিনি । তোমরাও এখানে কিছু দাওনি । যাও গিয়ে ছবি দেখো । ভালো লাগুক বা খারাপ সেটা তোমাদের ব্যাপার । মাত্র 2-3 দিনের মধ্যেই আমি আমার টাকা তুলে নিয়েছি ।"

গালিগালাজ করে এই টুইট করার পরই নিজের ভুল বুঝতে পারেন অনুভব । পালটা একটি টুইট করে মহিলা, বয়স্ক ও বাচ্চাদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি । লেখেন, "আমার ভাষার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি । 150 জন মানুষের ভালোবাসা জড়িয়ে রয়েছে এই ছবির সঙ্গে । তাঁদের অসম্মান করায় আমার খারাপ লেগেছিল । সব মহিলা, বয়স্ক ও বাচ্চাদের কাছে আমার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

My apologies for my language ladies. Sincerely. It is the love of those 150 people who made Thappad for the film that was being disrespected that shot me off. Apologies to all women and elders and younger ones on my timeline. SORRY!!! https://t.co/CgPXaEmT6W

— Anubhav Sinha (@anubhavsinha) March 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'থাপ্পড়' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন তাপসী পান্নু । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাভেল গুলাটি, কুমুদ মিশ্র, রত্না পাঠক শাহ, তানভি আজ়মি, গীতিকা বিদ্যা, রাম কাপুর ও দিয়া মির্জা সহ আরও অনেকে । প্রতিদিনই কোথাও না কোথাও পারিবারিক হিংসা শিকার হন কোনও না কোনও মহিলা । আর সেই হিংসাকে চুপ করে সহ্য করে নেওয়ার মধ্যে কোনও বীরত্ব নেই । তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মধ্যে আসল বীরত্ব রয়েছে । সেটাই তাপসীর চরিত্রর মাধ্যমে ছবিতে ফুটিয়ে তোলেন অনুভব ।

মুম্বই : 28 ফেব্রুয়ারি মুক্তি পায় তাপসী পান্নু অভিনীত 'থাপ্পড়'। পারিবারিক হিংসার উপর তৈরি ছবিটি । যদিও বক্স অফিস থেকে এই ছবি এতদিনে খুব বেশি টাকা আয় করতে পারেনি । মুক্তির পর প্রথম সপ্তাহে মাত্র 22.79 কোটি টাকা আয় করে 'থাপ্পড়'। এই রিপোর্ট প্রকাশিত হয় একটি পোর্টালে । পাশাপাশি ছবির সমালোচনাও করা হয় । যা দেখে বেজায় চটে যান পরিচালক অনুভব সিনহা । টুইটারে তার প্রেক্ষিতে গালিগালাজ করে একটি পোস্ট করেন তিনি । পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন ।

মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে 22.79 কোটি টাকা আয় করে 'থাপ্পড়'। বক্স অফিসের এই আয় সম্পর্কে একটি ওয়েব পোর্টালে লেখা হয়, 'দর্শকরা 'থাপ্পড়'-কে কষিয়ে থাপ্পড় মেরেছেন...'। এই লেখা দেখার পর চটে যান অনুভব । নিজের রাগ ঠিক রাখতে না পেরে সোশাল মিডিয়ায় দর্শকদের উদ্দেশে গালিগালাজ করেন তিনি ।

অনুভব লেখেন, "সিনেমাকে দেহ ব্যবসার জায়গা করে রেখে দিয়েছে এরা । আমার টাকা । আমার সিনেমা । আমার আয় । আমার ক্ষতি । তোমরা কে ? আমি কোনও পাবলিক শেয়ার ব্যবহার করিনি । তোমরাও এখানে কিছু দাওনি । যাও গিয়ে ছবি দেখো । ভালো লাগুক বা খারাপ সেটা তোমাদের ব্যাপার । মাত্র 2-3 দিনের মধ্যেই আমি আমার টাকা তুলে নিয়েছি ।"

গালিগালাজ করে এই টুইট করার পরই নিজের ভুল বুঝতে পারেন অনুভব । পালটা একটি টুইট করে মহিলা, বয়স্ক ও বাচ্চাদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি । লেখেন, "আমার ভাষার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি । 150 জন মানুষের ভালোবাসা জড়িয়ে রয়েছে এই ছবির সঙ্গে । তাঁদের অসম্মান করায় আমার খারাপ লেগেছিল । সব মহিলা, বয়স্ক ও বাচ্চাদের কাছে আমার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

  • My apologies for my language ladies. Sincerely. It is the love of those 150 people who made Thappad for the film that was being disrespected that shot me off. Apologies to all women and elders and younger ones on my timeline. SORRY!!! https://t.co/CgPXaEmT6W

    — Anubhav Sinha (@anubhavsinha) March 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'থাপ্পড়' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন তাপসী পান্নু । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাভেল গুলাটি, কুমুদ মিশ্র, রত্না পাঠক শাহ, তানভি আজ়মি, গীতিকা বিদ্যা, রাম কাপুর ও দিয়া মির্জা সহ আরও অনেকে । প্রতিদিনই কোথাও না কোথাও পারিবারিক হিংসা শিকার হন কোনও না কোনও মহিলা । আর সেই হিংসাকে চুপ করে সহ্য করে নেওয়ার মধ্যে কোনও বীরত্ব নেই । তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মধ্যে আসল বীরত্ব রয়েছে । সেটাই তাপসীর চরিত্রর মাধ্যমে ছবিতে ফুটিয়ে তোলেন অনুভব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.