মুম্বই : শ্বাসকষ্ট নিয়ে শনিবার এক বেসরকারি হাসপাতালে ভরতি হন সরোজ খান । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । তবে আগের থেকে ভালো আছেন এই বর্ষীয়ান কোরিওগ্রাফার, জানালেন পরিচালক অনুভব সিনহা ।
একটি টুইট করে অনুভব জানান, "সরোজজীকে যাঁরা দেখছেন, তাঁদের সঙ্গে কথা বললাম । উনি এখনও হাসপাতালেই আছেন । তবে আগের থেকে ভালো আছেন ।"
![Anubhav Sinha on Saroj Khan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/s9aefobc_400x400_2406newsroom_1592993790_951.jpg)
অনুভব এটাও জানিয়েছেন যে, এক-দু'দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে । চিন্তার কোনও কারণ নেই আপাতত, লিখেছেন পরিচালক ।
পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল 71 বছর বয়সী সরোজ খানের । তাই শনিবার তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় । তবে এখন তিনি ভালো আছেন । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ।
![Anubhav Sinha on Saroj Khan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/0167fb90a6a59f677d5306827819f50a_2406newsroom_1592993790_1013.jpg)
সরোজ খানের কোরোনা পরীক্ষাও হয়েছে । রিপোর্ট নেগেটিভ এসেছে । তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা যায়নি ।