ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুর পর এই আলোচনাটা খুব উদ্দেশ্যপ্রণোদিত : অনুভব সিনহা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর খবরের কাগজ, টেলিভিশনের পরদা বা সোশাল মিডিয়া যেন উপচে পড়ছে শোকবার্তায় । নিজের নিজের মতো করে প্রত্যেকে মতপ্রকাশ করছেন এবং সেই মতকে ঘিরে ছড়াচ্ছে হিংসা, বিতর্ক । তবে পুরো ব্যাপারটাই উদ্দেশ্যপ্রণোদিত মনে করছেন পরিচালক অনুভব সিনহা ।

author img

By

Published : Jul 7, 2020, 8:23 AM IST

Anubhav Sinha on Sushant SIngh Rajput death
Anubhav Sinha on Sushant SIngh Rajput death

মুম্বই : সুশান্তের বয়স ছিল মাত্র 34 বছর । এই বয়সেই সে সমস্ত রকমের সফলতা অর্জন করেছিলেন । নাম, যশ, খ্যাতি, বাড়ি, গাড়ি সব...আর 36 বছর বয়সে নিজের প্রথম ছবি বানান অনুভব । অল্পবয়সী ছেলেটার মৃত্যু নিয়ে কী আর বলবেন পরিচালক ? শোকস্তব্ধ অনুভব ।

IANS-কে 'থাপ্পড়'-এর পরিচালক বললেন, "যেটা চলছে সেটা খুবই খারাপ । ওই বাচ্চা ছেলেটাকে একটু নিঃশ্বাস নিতে দাও এবার । ও এখনও খুব বিরক্তবোধ করছে নিশ্চয়ই । আমার মনে হয় ওঁকে একটু সময় ছেড়ে দেওয়া হোক ।"

যাঁরা সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে নিজেদের মত জাহির করে চলেছেন তারা কি অভিনেতার পরিবারের কথা ভাবে না ? প্রশ্ন তুলেছেন অনুভব ।

বললেন, "ওদের একটু সুশান্ত এবং আর ওঁর পরিবারের কথা ভাবা উচিত । প্রত্যেকদিন নতুন কোনও নাটক হচ্ছে । আমার মনে হয় যে, ওঁর মৃত্যুর পর এই এত আলোচনা খুব উদ্দেশ্যপ্রণোদিত । আর সেই জন্য়ই আমি এই বিষয়ে কোনও কথা বলতে চাই না ।"

এই ইন্ডাস্ট্রিটাই অনেক অনিশ্চয়তার সঙ্গে যুক্ত, মনে করেন অনুভব । "তাই একে অপরের সঙ্গে সদ্ব্য়বহার করতে হবে । আমাদের নিরাপত্তহীনতা, কষ্ট সবকিছুই ভাগ করে নিতে হবে", বললেন পরিচালক ।

মুম্বই : সুশান্তের বয়স ছিল মাত্র 34 বছর । এই বয়সেই সে সমস্ত রকমের সফলতা অর্জন করেছিলেন । নাম, যশ, খ্যাতি, বাড়ি, গাড়ি সব...আর 36 বছর বয়সে নিজের প্রথম ছবি বানান অনুভব । অল্পবয়সী ছেলেটার মৃত্যু নিয়ে কী আর বলবেন পরিচালক ? শোকস্তব্ধ অনুভব ।

IANS-কে 'থাপ্পড়'-এর পরিচালক বললেন, "যেটা চলছে সেটা খুবই খারাপ । ওই বাচ্চা ছেলেটাকে একটু নিঃশ্বাস নিতে দাও এবার । ও এখনও খুব বিরক্তবোধ করছে নিশ্চয়ই । আমার মনে হয় ওঁকে একটু সময় ছেড়ে দেওয়া হোক ।"

যাঁরা সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে নিজেদের মত জাহির করে চলেছেন তারা কি অভিনেতার পরিবারের কথা ভাবে না ? প্রশ্ন তুলেছেন অনুভব ।

বললেন, "ওদের একটু সুশান্ত এবং আর ওঁর পরিবারের কথা ভাবা উচিত । প্রত্যেকদিন নতুন কোনও নাটক হচ্ছে । আমার মনে হয় যে, ওঁর মৃত্যুর পর এই এত আলোচনা খুব উদ্দেশ্যপ্রণোদিত । আর সেই জন্য়ই আমি এই বিষয়ে কোনও কথা বলতে চাই না ।"

এই ইন্ডাস্ট্রিটাই অনেক অনিশ্চয়তার সঙ্গে যুক্ত, মনে করেন অনুভব । "তাই একে অপরের সঙ্গে সদ্ব্য়বহার করতে হবে । আমাদের নিরাপত্তহীনতা, কষ্ট সবকিছুই ভাগ করে নিতে হবে", বললেন পরিচালক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.