ETV Bharat / sitara

সলমানের 'অন্তিম' লুক - Salman as Sikh man

সলমান খানের আপকামিং ছবি 'অন্তিম'। সেখানে ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে । প্রকাশ্যে এসেছে ছবিতে সলমানের ফার্স্ট লুক ।

df
dfs
author img

By

Published : Dec 10, 2020, 4:03 PM IST

মুম্বই : আমির খানের 'লাল সিং চাড্ডা'-র পর এবার এক শিখ ব্যক্তির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সলমান খানকে । পরবর্তী ছবি 'অন্তিম'-এ এক শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি । প্রকাশ্যে এসেছে সেই ছবিতে সলমানের ফার্স্ট লুক ।

'অন্তিম'-এ ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সলমানকে । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন আয়ুষ । ভিডিয়োর শুরুতে লরির পাশ দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছে সলমানকে । এরপর ধীরে ধীরে ক্যামেরাটিকে সামনে নিয়ে এসে তুলে ধরা হয় তাঁর ফার্স্ট লুক ।

ভিডিয়োতে সলমানের পরনে রয়েছে ধুসর ট্রাউজ়ার, নীল শার্ট ও কালো পাগড়ি । তার সঙ্গে কালো সানগ্লাস । আর মুখ ভরতি দাড়ি । 'অন্তিম'-এ এই লুকেই দেখা যাবে ভাইজানকে । ভিডিয়োর ক্যাপশনে আয়ুষ লেখেন, "অন্তিম শুরু হল...ভাইয়ের অন্তিমের ফার্স্ট লুক ।" সলমানের এই নতুন লুকের প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা ।

ছবিটি পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর । ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে আয়ুষকে । আর সেই গ্যাংস্টারকেই ধরার চেষ্টা করবেন সলমান । এলাকা থেকে গোষ্ঠী দ্বন্দ্ব ও মাফিয়া রাজত্ব বন্ধ করাই সেই শিখ পুলিশ অফিসারের একমাত্র লক্ষ্য । সূত্রের খবর, অক্টোবরে 'রাধে'-র শুটিং শেষ হওয়ার পর আর দাড়ি কাটেননি সলমান । কারণ 'রাধে'-তে ক্লিন শেভ লুকে দেখা যাবে তাঁকে । আর 'অন্তিম'-এর জন্য প্রয়োজন ছিল দাড়ির । তাই প্রায় 2 মাস দাড়ি কাটেননি তিনি । এমনকী, 'রাধে'-র সেট থেকে যাতে তাঁর পরবর্তী ছবির লুক প্রকাশ্যে চলে না যায় সেদিকে কড়া নজর রেখেছিলেন ভাইজান । আসলে অনুরাগীদের সারপ্রাইজ় দেওয়ার জন্যই এই কাজ করেছিলেন তিনি ।

এর আগে 'ভারত' ছবিতে দেখা গিয়েছিল সলমানকে । সেখানে ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে তাঁর হাতে । সেই তালিকায় রয়েছে 'কিক 2' ও 'কাভি ইদ কাভি দিওয়ালি'। 'অন্তিম' ছাড়াও 'কাভি ইদ কাভি দিওয়ালি'-তে আয়ুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সলমান ।

মুম্বই : আমির খানের 'লাল সিং চাড্ডা'-র পর এবার এক শিখ ব্যক্তির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সলমান খানকে । পরবর্তী ছবি 'অন্তিম'-এ এক শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি । প্রকাশ্যে এসেছে সেই ছবিতে সলমানের ফার্স্ট লুক ।

'অন্তিম'-এ ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সলমানকে । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন আয়ুষ । ভিডিয়োর শুরুতে লরির পাশ দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছে সলমানকে । এরপর ধীরে ধীরে ক্যামেরাটিকে সামনে নিয়ে এসে তুলে ধরা হয় তাঁর ফার্স্ট লুক ।

ভিডিয়োতে সলমানের পরনে রয়েছে ধুসর ট্রাউজ়ার, নীল শার্ট ও কালো পাগড়ি । তার সঙ্গে কালো সানগ্লাস । আর মুখ ভরতি দাড়ি । 'অন্তিম'-এ এই লুকেই দেখা যাবে ভাইজানকে । ভিডিয়োর ক্যাপশনে আয়ুষ লেখেন, "অন্তিম শুরু হল...ভাইয়ের অন্তিমের ফার্স্ট লুক ।" সলমানের এই নতুন লুকের প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা ।

ছবিটি পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর । ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে আয়ুষকে । আর সেই গ্যাংস্টারকেই ধরার চেষ্টা করবেন সলমান । এলাকা থেকে গোষ্ঠী দ্বন্দ্ব ও মাফিয়া রাজত্ব বন্ধ করাই সেই শিখ পুলিশ অফিসারের একমাত্র লক্ষ্য । সূত্রের খবর, অক্টোবরে 'রাধে'-র শুটিং শেষ হওয়ার পর আর দাড়ি কাটেননি সলমান । কারণ 'রাধে'-তে ক্লিন শেভ লুকে দেখা যাবে তাঁকে । আর 'অন্তিম'-এর জন্য প্রয়োজন ছিল দাড়ির । তাই প্রায় 2 মাস দাড়ি কাটেননি তিনি । এমনকী, 'রাধে'-র সেট থেকে যাতে তাঁর পরবর্তী ছবির লুক প্রকাশ্যে চলে না যায় সেদিকে কড়া নজর রেখেছিলেন ভাইজান । আসলে অনুরাগীদের সারপ্রাইজ় দেওয়ার জন্যই এই কাজ করেছিলেন তিনি ।

এর আগে 'ভারত' ছবিতে দেখা গিয়েছিল সলমানকে । সেখানে ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে তাঁর হাতে । সেই তালিকায় রয়েছে 'কিক 2' ও 'কাভি ইদ কাভি দিওয়ালি'। 'অন্তিম' ছাড়াও 'কাভি ইদ কাভি দিওয়ালি'-তে আয়ুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সলমান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.