ETV Bharat / sitara

"যেখানেই থাক, মুখে যেন হাসি থাকে...", সুশান্তকে বললেন অঙ্কিতা - অঙ্কিতা লোখান্ডের খবর

সুশান্ত সিং রাজপুতের উদ্দেশে আবেগপ্রবণ পোস্ট তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের ।

ankita lokhande on sushant singh rajput
ankita lokhande on sushant singh rajput
author img

By

Published : Jul 22, 2020, 10:48 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বেশ অনেকদিন সেই শক কাটিয়ে উঠতে পারেননি অঙ্কিতা লোখান্ডে । পুরো একমাস তিনি একেবারে নীরব ছিলেন সোশাল মিডিয়ায় । প্রাক্তন প্রেমিকের মৃত্যুটা মেনে নিতে সময় লেগেছিল তাঁর । এখন অঙ্কিতার সোশাল মিডিয়ায় শুধুমাত্র সুশান্তের জন্য প্রার্থনা ।

14 জুলাই অর্থাৎ সুশান্তের মৃত্যুর ঠিক একমাস পরে ইনস্টাতে প্রথম পোস্ট করেছিলেন অঙ্কিতা । আর এবার এল তাঁর দ্বিতীয় পোস্ট ।

ankita lokhande on sushant singh rajput
.

এবারও সুশান্তের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন অঙ্কিতা, জিশুর মূর্তির সামনে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আশা, প্রার্থনা আর শক্তি !! যেখানেই থাক, তোমার মুখে যেন হাসি লেগে থাকে.." আবেগপ্রবণ অঙ্কিতা ।

দেখে নিন তাঁর পোস্ট...

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে CBI-এর হস্তক্ষেপের দাবিতে সোশাল মিডিয়ায় একটি শান্তিপূর্ণ ডিজিটাল প্রোটেস্ট শুরু হয়েছে । যাঁরা CBI-এর তদন্ত চান তাঁরা প্রত্যেকে একটি মোমবাতি জ্বালিয়ে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করছেন ।

এবার সেই দলেই নাম লেখালেন অঙ্কিতা । অর্থাৎ তিনি চান যে, সুশান্তের মৃত্যুর তদন্ত যেন CBI-ই করে ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বেশ অনেকদিন সেই শক কাটিয়ে উঠতে পারেননি অঙ্কিতা লোখান্ডে । পুরো একমাস তিনি একেবারে নীরব ছিলেন সোশাল মিডিয়ায় । প্রাক্তন প্রেমিকের মৃত্যুটা মেনে নিতে সময় লেগেছিল তাঁর । এখন অঙ্কিতার সোশাল মিডিয়ায় শুধুমাত্র সুশান্তের জন্য প্রার্থনা ।

14 জুলাই অর্থাৎ সুশান্তের মৃত্যুর ঠিক একমাস পরে ইনস্টাতে প্রথম পোস্ট করেছিলেন অঙ্কিতা । আর এবার এল তাঁর দ্বিতীয় পোস্ট ।

ankita lokhande on sushant singh rajput
.

এবারও সুশান্তের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন অঙ্কিতা, জিশুর মূর্তির সামনে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আশা, প্রার্থনা আর শক্তি !! যেখানেই থাক, তোমার মুখে যেন হাসি লেগে থাকে.." আবেগপ্রবণ অঙ্কিতা ।

দেখে নিন তাঁর পোস্ট...

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে CBI-এর হস্তক্ষেপের দাবিতে সোশাল মিডিয়ায় একটি শান্তিপূর্ণ ডিজিটাল প্রোটেস্ট শুরু হয়েছে । যাঁরা CBI-এর তদন্ত চান তাঁরা প্রত্যেকে একটি মোমবাতি জ্বালিয়ে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করছেন ।

এবার সেই দলেই নাম লেখালেন অঙ্কিতা । অর্থাৎ তিনি চান যে, সুশান্তের মৃত্যুর তদন্ত যেন CBI-ই করে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.