মুম্বই : ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই কল্পবিজ্ঞানের ছোঁয়া । কল্পনাকে নিয়ে কতটা কল্পনা করা যায়, সেটা যেন শিখতে হয় নোলানের ছবি দেখে । 'ইনসেপশন' তেমনই এক ছবি, যেখানে একদল মানুষ স্বপ্ন তৈরি করে । মানুষের মনের ভিতর ঢুকে তার স্বপ্নকে নিজের প্রয়োজন মতো করে সাজায় । এই ছবির জন্য নাকি অডিশন দিয়েছিলেন অনিল কাপুর ।
অভিনেতা লিখেছেন, "ক্রিস্টোফার নোলানের সঙ্গে দেখা করার দিনটা মনে আছে । 'ইনসেপশন'-এর একটা চরিত্রের জন্য অডিশন দিয়েছিলাম । সেটা সফল হয়নি, তবে আমি ওঁর একটা অটোগ্রাফ জোগাড় করেছিলাম ছেলের জন্য, ব্য়াটম্য়ানের DVD-র পিছনে ।"
আজ নোলানের পরবর্তী ছবি 'টেনেট'-এর ট্রেলার মুক্তি পেয়েছে । ছবিতে রয়েছেন ডিম্পল কপাড়িয়া । অনিলের আশা এই ছবি আবার দর্শককে সিনেমা হলে টেনে আনবে । দেখে নিন তাঁর টুইট ও 'টেনেট'-এর ট্রেলার ।
-
Remember meeting Christopher Nolan for a part in Inception which did not materialise for me at the time but I did get his autograph on a Batman DVD cover for @HarshKapoor_! The @TENETFilm trailer is amazing & I know it will bring the audiences back in the theatres to watch it! https://t.co/B8dWpCCZfs
— Anil Kapoor (@AnilKapoor) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Remember meeting Christopher Nolan for a part in Inception which did not materialise for me at the time but I did get his autograph on a Batman DVD cover for @HarshKapoor_! The @TENETFilm trailer is amazing & I know it will bring the audiences back in the theatres to watch it! https://t.co/B8dWpCCZfs
— Anil Kapoor (@AnilKapoor) May 22, 2020Remember meeting Christopher Nolan for a part in Inception which did not materialise for me at the time but I did get his autograph on a Batman DVD cover for @HarshKapoor_! The @TENETFilm trailer is amazing & I know it will bring the audiences back in the theatres to watch it! https://t.co/B8dWpCCZfs
— Anil Kapoor (@AnilKapoor) May 22, 2020