মুম্বই : এই প্রজন্মের অন্যতম আলোচিত দুই অভিনেত্রী হলেন জাহ্নবী কাপুরে ও অনন্যা পাণ্ডে । ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয়তা পেয়েছেন এই দুই অভিনেত্রীই । আর সেই কারণেই দু'জনের মধ্যে একটা রেষারেষি থাকা স্বাভাবিক । কিন্তু, জনসমক্ষে তা স্বীকার করতে চান না কেউ । ব্যতিক্রমী অনন্যা ।
IANS-কে অনন্যা বলেন, "এই ফিল্ম ইন্ডাস্টিতে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জাহ্নবী কাপুর ।" এক বছরের ব্যবধানে ক্যারিয়ারে ডেবিউ করেন দু'জনে । সেই দিক থেকে জাহ্নবী অনন্যার থেকে সিনিয়র হলেও, অনন্যার ঝুলিতে এখন দু'টো ফিল্ম, যেখানে জাহ্নবী একটি ছবিতেই অভিনয় করেছেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
নেপোটিজ়ম প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনন্যা বলেন, "আমি কখনও অস্বীকার করিনি যে, আমাদের কিছু সুবিধা আছে । আমরা সহজেই এই ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে মেলামেশা করতে পারি । সহজে যোগাযোগ করতে পারি । তবে যখন সুযোগটা পেয়ে যাই, তখন কি আমি সেটাকে নষ্ট করব ? আমি আমার বাবাকে গর্বিত করতে চাই ।"
তিনি আরও বলেন, "আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন রণবীর সিং বা অনুষ্কা শর্মার মতো তারকারা রয়েছেন, যাঁরা ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, তেমনই রণবীর কাপুর বা আলিয়া ভাটের মতো প্রতিভাবান স্টারকিডরাও রয়েছেন । তাই পুরোটাই দর্শকের চাহিদার উপর নির্ভর করছে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2'-এর জন্য বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড পেলেও অনন্যা বহু সমালোচনার মুখোমুখি হয়েছেন । প্রশ্ন উঠেছে তাঁর যোগ্যতা নিয়ে ।