ETV Bharat / sitara

"সুপার ৩০-কে করমুক্ত করে দিন", আদিত্যনাথকে আবেদন আনন্দের

ইতিমধ্যেই বিহার আর রাজস্থানে করমুক্ত হয়েছে অনুপ্রেরণামূলক ছবি 'সুপার ৩০'। উত্তরপ্রদেশেও করা উচিত... রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এমন আবেদনই জানালেন আনন্দ কুমার। তাঁর জীবন অবলম্বনেই তৈরি এই ছবি।

আনন্দ কুমার
author img

By

Published : Jul 19, 2019, 6:24 PM IST

মুম্বই : যোগী আদিত্যনাথের সঙ্গে সম্প্রতি দেখা করেছিলেন আনন্দ কুমার। বিহার আর রাজস্থানের মতো উত্তরপ্রদেশেও 'সুপার ৩০'-কে করমুক্ত করার আবেদন জানান আনন্দ।



অন্ধকারে থাকা তরুণ-তরুণীদের উচ্চশিক্ষা লাভের স্বপ্ন দেখাচ্ছে 'সুপার ৩০'। এখন আর রাজার ছেলে রাজা হয় না, বরং যে যোগ্য সেই রাজা হয়। সমাজের এই পরিবর্তিত ধারণাই আজ নতুন দিশা দেখাচ্ছে পিছিয়ে যাওয়া শ্রেণীগুলোকে। এই কারণেই বিহার আর রাজস্থানে করমুক্ত করা হয়েছে 'সুপার ৩০'-কে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট টুইট করে জানান, "আমাদের প্রত্যেকেরই এই ধরনের ছবি থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদের যুব সম্প্রদায়কে 'এক্সেলেন্স ইন এডুকেশন'-এর গুরুত্ব বোঝানো উচিত। তাই আমি রাজস্থানে এই ছবিটি কর মুক্ত করার ঘোষণা করলাম।"

  • We must take inspiration from such films and imbibe the value of 'excellence in education' in the youth of our society today. I hereby declare this film tax-free in the state of #Rajasthan.#Super30

    — Ashok Gehlot (@ashokgehlot51) July 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'সুপার ৩০' ইতিমধ্যেই ৭০ কোটি টাকা উপার্জন করে ফেলেছে। দর্শক ও সমালোচকদের থেকেও বেশ ভালো রিভিউ পেয়েছে ছবিটি। হৃতিকের জন্যেও এই সাফল্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ ২০১৪ সালে ব্যাং ব্যাং ছবিটির পর তাঁর কোনও ছবিই সেভাবে সফলতা অর্জন করেনি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : যোগী আদিত্যনাথের সঙ্গে সম্প্রতি দেখা করেছিলেন আনন্দ কুমার। বিহার আর রাজস্থানের মতো উত্তরপ্রদেশেও 'সুপার ৩০'-কে করমুক্ত করার আবেদন জানান আনন্দ।



অন্ধকারে থাকা তরুণ-তরুণীদের উচ্চশিক্ষা লাভের স্বপ্ন দেখাচ্ছে 'সুপার ৩০'। এখন আর রাজার ছেলে রাজা হয় না, বরং যে যোগ্য সেই রাজা হয়। সমাজের এই পরিবর্তিত ধারণাই আজ নতুন দিশা দেখাচ্ছে পিছিয়ে যাওয়া শ্রেণীগুলোকে। এই কারণেই বিহার আর রাজস্থানে করমুক্ত করা হয়েছে 'সুপার ৩০'-কে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট টুইট করে জানান, "আমাদের প্রত্যেকেরই এই ধরনের ছবি থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদের যুব সম্প্রদায়কে 'এক্সেলেন্স ইন এডুকেশন'-এর গুরুত্ব বোঝানো উচিত। তাই আমি রাজস্থানে এই ছবিটি কর মুক্ত করার ঘোষণা করলাম।"

  • We must take inspiration from such films and imbibe the value of 'excellence in education' in the youth of our society today. I hereby declare this film tax-free in the state of #Rajasthan.#Super30

    — Ashok Gehlot (@ashokgehlot51) July 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'সুপার ৩০' ইতিমধ্যেই ৭০ কোটি টাকা উপার্জন করে ফেলেছে। দর্শক ও সমালোচকদের থেকেও বেশ ভালো রিভিউ পেয়েছে ছবিটি। হৃতিকের জন্যেও এই সাফল্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ ২০১৪ সালে ব্যাং ব্যাং ছবিটির পর তাঁর কোনও ছবিই সেভাবে সফলতা অর্জন করেনি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

ইতিমধ্যেই বিহার আর রাজস্থানে করমুক্ত হয়েছে অনুপ্রেরণমূলক ছবি 'সুপার ৩০'। উত্তরপ্রদেশেও করা উচিত... রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে  এমন আবেদনই জানালেন আনন্দ কুমার। তাঁর জীবন অবলম্বনেই তৈরি এই ছবি।



মুম্বই : যোগী আদিত্যনাথের সঙ্গে সম্প্রতি দেখা করেছিলেন আনন্দ কুমার। বিহার আর রাজস্থানের মতো উত্তরপ্রদেশেও 'সুপার ৩০'-কে করমুক্ত করার আবেদন জানান আনন্দ।





অন্ধকারে থাকা তরুণ-তরুণীদের উচ্চশিক্ষা লাভের স্বপ্ন দেখাচ্ছে 'সুপার ৩০'। এখন আর রাজার ছেলে রাজা হয় না, বরং যে যোগ্য সেই রাজা হয়। সমাজের পরিবর্তিত এই ধারণা যেন নতুন দিশা দেখাচ্ছে পিছিয়ে যাওয়া শ্রেণীগুলোকে। এই কারণেই বিহার আর রাজস্থানে করমুক্ত করা হয়েছে 'সুপার ৩০'-কে।   



রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট টুইট করে জানান, "আমাদের প্রত্যেকেরই এই ধরনের ছবি থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদের যুব সম্প্রদায়কে 'এক্সেলেন্স ইন এডুকেশন'-এর গুরুত্ব বোঝানো উচিত। তাই আমি রাজস্থানে এই ছবিটি ট্যাক্স ফ্রি করার ঘোষণা করলাম।"



'সুপার ৩০' ইতিমধ্যেই ৭০ কোটি টাকা উপার্জন করে ফেলেছে। দর্শক ও সমালোচকদের থেকেও বেশ ভালো রিভিউ পেয়েছে ছবিটি। হৃতিকের জন্যেও এই সাফল্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ  ২০১৪ সালে ব্যাং ব্যাং ছবিটির পর তাঁর কোনও ছবিই আর সেভাবে সফলতা অর্জন করেনি।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.