মুম্বই : লুকিয়ে সোনমের ভিডিয়ো তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে দিলেন আনন্দ আহুজা । কিন্তু, পার পেলেন না তিনি । বেশ বকুনি খেতে হল বউয়ের কাছ থেকে তাঁকে । কী ছিল ভিডিয়োতে ?
কানে ইয়ারপড গুঁজে এক্সারসাইজ় করছিলেন সোনম । ইয়ারপডের গান তাঁর ঠোঁটেও চলে আসছিল মাঝে মধ্যে । গান করতে করতে ওয়ার্কআউটটা বেশ উপভোগ করছিলেন সোনম । আর সেই ভিডিয়োই তুলে পোস্ট করে দিলেন আনন্দ ।
ক্যাপশনে সোনম-পতী লিখেছেন. "আমার পুরো পৃথিবী, সোনম কাপুর । হ্যাপি বার্থ মান্থ.." আর আনন্দের এই কাজে কী প্রতিক্রিয়া সোনমের ?
কমেন্ট বক্সে অভিনেত্রী লিখেছেন, "গাধা, কী করে এই ভিডিয়োটা তুলে তুমি পোস্ট করে দিলে ?" লিখে আবার মজার ইমোজিও দিয়েছেন তিনি । সোনমের বোন রিয়াও বেশ মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে ।
দেখে নিন আনন্দের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">