ETV Bharat / sitara

সম্পর্ক তো দূর, বন্ধুও ছিলাম না শাহিদ ও আমি : অমৃতা রাও - Amrita linked to Shahid

’ইশক ভিশক‘, 'লাইফ হো তো এয়সি' এবং 'বিবাহ' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহিদ ও অমৃতাকে । এদিকে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক ছিল বলে মনে করেন অনেকেই । যদিও একথা একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন অমৃতা ।

asd
asd
author img

By

Published : Nov 2, 2020, 9:26 PM IST

মুম্বই : শাহিদ কাপুরের সঙ্গে অমৃতা রাওয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো । একাধিক ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা । ’ইশক ভিশক‘, 'লাইফ হো তো এয়সি' এবং 'বিবাহ' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের । অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক ছিল বলে মনে করেন অনেকেই । যদিও একথা একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন অমৃতা ।

’ইশক ভিশক‘ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহিদের । ত্রিকোণ প্রেমের গল্প তুলে ধরা হয়েছিল সেই ছবিতে । ছিলেন অমৃতাও । আর তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছিল । বড় পরদার বাইরেও তাঁদের সম্পর্ক রয়েছে বলে মনে করতেন অনেকেই । তা নিয়ে বেশ চর্চাও হয়েছিল । পরে অবশ্য মীরাকে বিয়ে করেন শাহিদ । অন্যদিকে আরজে আনমোলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অমৃতা । তবে এতদিন ওই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি শাহিদ বা অমৃতা কেউই । এত বছর পর শাহিদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে অমৃতাকে ।

sdfsdf
'বিবাহ' ছবিতে শাহিদ-অমৃতা

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অমৃতা বলেন, "একেবারেই না। আমরা যখন ছবি করি, তখনও শাহিদের প্রেমিকা ছিল । আমি শুধুই তাঁর কো-স্টার ছিলাম । তবে দর্শক চাইতেন যে আমরা যেন ব্যক্তিজীবনেও সঙ্গী হয়ে উঠি । এর ফলে যেটা হয়েছিল তা হল আমাদের জুটি অনস্ক্রিনে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল । সবচেয়ে মজার কথা হল আমরা একে অপরের বন্ধুও পর্যন্ত ছিলাম না, যে একসঙ্গে সময় কাটাব । তবে আমরা একে অপরে অসম্ভব সম্মান করতাম । 'বিবাহ'-র পরে কেন আমাদের আর একসঙ্গে কাস্ট করা হল না সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন ।"

সম্প্রতি মা হয়েছেন অমৃতা রাও । গতকাল সকালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি । মাতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, "মাতৃত্ব নিয়ে আমি কিছুটা নার্ভাস । কিন্তু এটাও ঠিক, যখন আপনি সন্তানের মুখ দেখেন, তখন আপনার মধ্যে অনায়াসে মাতৃত্ব জাগ্রত হয় । আমি সেই ছোট্ট মানুষটির বন্ধু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছি ।"

মুম্বই : শাহিদ কাপুরের সঙ্গে অমৃতা রাওয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো । একাধিক ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা । ’ইশক ভিশক‘, 'লাইফ হো তো এয়সি' এবং 'বিবাহ' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের । অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক ছিল বলে মনে করেন অনেকেই । যদিও একথা একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন অমৃতা ।

’ইশক ভিশক‘ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহিদের । ত্রিকোণ প্রেমের গল্প তুলে ধরা হয়েছিল সেই ছবিতে । ছিলেন অমৃতাও । আর তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছিল । বড় পরদার বাইরেও তাঁদের সম্পর্ক রয়েছে বলে মনে করতেন অনেকেই । তা নিয়ে বেশ চর্চাও হয়েছিল । পরে অবশ্য মীরাকে বিয়ে করেন শাহিদ । অন্যদিকে আরজে আনমোলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অমৃতা । তবে এতদিন ওই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি শাহিদ বা অমৃতা কেউই । এত বছর পর শাহিদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে অমৃতাকে ।

sdfsdf
'বিবাহ' ছবিতে শাহিদ-অমৃতা

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অমৃতা বলেন, "একেবারেই না। আমরা যখন ছবি করি, তখনও শাহিদের প্রেমিকা ছিল । আমি শুধুই তাঁর কো-স্টার ছিলাম । তবে দর্শক চাইতেন যে আমরা যেন ব্যক্তিজীবনেও সঙ্গী হয়ে উঠি । এর ফলে যেটা হয়েছিল তা হল আমাদের জুটি অনস্ক্রিনে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল । সবচেয়ে মজার কথা হল আমরা একে অপরের বন্ধুও পর্যন্ত ছিলাম না, যে একসঙ্গে সময় কাটাব । তবে আমরা একে অপরে অসম্ভব সম্মান করতাম । 'বিবাহ'-র পরে কেন আমাদের আর একসঙ্গে কাস্ট করা হল না সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন ।"

সম্প্রতি মা হয়েছেন অমৃতা রাও । গতকাল সকালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি । মাতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, "মাতৃত্ব নিয়ে আমি কিছুটা নার্ভাস । কিন্তু এটাও ঠিক, যখন আপনি সন্তানের মুখ দেখেন, তখন আপনার মধ্যে অনায়াসে মাতৃত্ব জাগ্রত হয় । আমি সেই ছোট্ট মানুষটির বন্ধু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.