মুম্বই : বিতর্ক ছড়ায় বিবেকের একটি মিমকে শেয়ার করা ঘিরে। ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন তিনি। তাতে সলমান, বিবেক ও অভিষেকের সম্পর্কের সঙ্গে নির্বাচনের ফলাফলের তুলনা করা হয়েছিল। কিন্তু, মিমটি শেয়ার কিছুক্ষণ আগেই সোশাল মিডিয়া পোস্ট নিয়ে সতর্ক করেন অমিতাভ বচ্চন।
সরাসরি বিবেক নয়, কিন্তু সোশাল মিডিয়ায় যাঁরা মিম শেয়ার করেন বা ভুয়ো খবর নিজের অজান্তেই শেয়ার করে থাকেন তাঁদের জন্য। অমিতাভ লেখেন, "ভেবেচিন্তে সোশাল মিডিয়ায় পোস্ট করুন,না হলে কখনও আপনার পোস্টও আপনার সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়।"
![অমিতাভ বচ্চনের টুইট](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3348869_kaka.jpg)
এই পোস্টটা শেয়ারের ঠিক একঘণ্টা পরই বিবেক সেই বিতর্কিত মিমটি শেয়ার করেন। এই প্রসঙ্গে সোনম, অনুপম থেকে শুরু করে অনেকেই বিবেকের সমালোচনা করেন।